সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমা এলাকার রায়মঙ্গল নদীর লেবুখালী, দুলদুলি ও ভোলাখালি, এই তিন নদীর ফেরিঘাটে চলছে যাত্রীবাহী নৌকা। গায়ে গা লাগিয়ে কি করে শারীরিক দূরত্ব বজায় না রেখে পারা পার হচ্ছে; তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও খবর পড়ুন -- পৌরসভার নিজস্ব দিশারি ভবনে কোয়ারন্টিন সেন্টার ঘুরে দেখলেন মহকুমার শাসক ও চেয়ারম্যান
আরও খবর পড়ুন -- পৌরসভার নিজস্ব দিশারি ভবনে কোয়ারন্টিন সেন্টার ঘুরে দেখলেন মহকুমার শাসক ও চেয়ারম্যান
রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর লকডাউন চলাকালীন একের পর এক রাজ্যে তথা দেশে করোনার আক্রান্ত সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে । মৃত্যুর সংখ্যাও বাড়ছে । সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বারবার সাধারণ মানুষদেরকে লকডাউন চলাকালীন বাইরে বেরোতে বারণ করছে। কিন্তু হুশ ফিরছে না সাধারণ মানুষের। একমাত্র ইমারজেন্সি বিভাগ ছাড় দিয়েছে কিন্তু । এরপর ও লকডাউনকে অমান্য করে অবাধে চলছে ফেরি চলাচল সুন্দরবনে।
বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর রায়মঙ্গল নদী পেরিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে অবাধে নৌকা পারাপার। লেবুখালী ঘাট থেকে দুলদুলি ঘাট হয়ে ভাণ্ডারখালী থেকে নেবুখালি পর্যন্তও চলছে অবাধে পারাপার। সাইকেল, মোটর সাইকেল থেকে শুরু করে সাধারণ মানুষ গায়ে গা ঠেকিয়ে চলছে পারাপার। নৌকাতে প্রায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে নৌপথে পাড়ি দিচ্ছে যন্ত্রচালিত নৌকা। লকডাউন কে অমান্য করেই অবাধে চলছে ফেরি পারাপার সুন্দরবন এলাকার সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এপার থেকে ওপারে পার করে দিচ্ছে মাঝি মোল্লারা।
আরও খবর পড়ুন -- বন্ধ হল বারুইপুরের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ