সার্বভৌম সমাচার, গোপালনগর ঃ করোনার মোকাবিলায় এবারে অভিনব প্রচার নিয়ে সামিল হল উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার অন্তর্গত পাল্লা দক্ষিণপাড়া ক্লাব। রাস্তায় মডেল বানিয়ে গাড়িতে নিয়ে হ্যান্ড মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করে চলেছে।বিভিন্ন এলাকায় রাস্তায় ভিড় দেখেই সেই এলাকায় চলছে প্রচার।এই প্রচার আগামীতেও চলবে বলে জানা ওই ক্লাব কর্তারা জানালেন।
আরও খবর পড়ুন-- রেশন সামগ্রী না পেয়ে রেশন দোকানে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ
আরও খবর পড়ুন--সাধারন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দিল এলাকার যুবকেরা
আরও খবর পড়ুন--লকডাউন কে উপেক্ষা করে ব্যাংকে টাকা তোলার হিড়িক