চিরুনি শিল্পের শ্রমিকের বনগাঁ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন


চিরুনি শিল্পের শ্রমিকের বনগাঁ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ করোনার সময়ে তাদের এই চরম বিপদের মুখে সাধারণ মধ্যবিত্ত পরিবার। এই সময়ে তাদের পাশে দাঁড়াচ্ছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন। ইতিপূর্বে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এমনকি অসংগঠিত শ্রমিক ইউনিয়নের বনগাঁ শাখার সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ নিজের গ্যাঁটের টাকা শ্রমিকদের দিয়ে এই দুরসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এবার চিরুনি শিল্পের শ্রমিক ও বাস কন্ট্রাকটারদের মিলিয়ে মোট ৮৩ জনের হাতে প্রায় ৪ লক্ষ টাকা তুলে দেওয়া হল। জানা গিয়েছে প্রত্যেকের হাতে গড়ে ৫০০০ টাকা করে তুলে দিলেন ইউনিয়নের সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ।





আজ রবিবার সকালে ৮৯ জন চুক্তিভিত্তিক মালিকদের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেন অসংগঠিত শ্রমিক ইউনিয়নের সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ। নারায়ণ বাবু বলেন গতকাল দেড় হাজার শ্রমিকদের পরিবারের হাতে প্রায় এক মাস চলার মতন খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। মূল মালিকদের কাছ থেকে দেড় লাখ টাকা সংগ্রহ করে আমরা আড়াই লক্ষ টাকা জোগাড় করে চুক্তিভিত্তিক মালিকদের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দিলাম।

আরও খবর পড়ুন-- কাঁথির যৌন কর্মীদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ, সামগ্রি পেয়ে খুশি যৌনকর্মীরাও


     সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমা জুড়ে কয়েকটি কারখানা রয়েছে। দৈনিক হাজারখানেক শ্রমিক এই কারখানাগুলোতে কাজ করেন। এক শ্রমিকের কথায় খুব সমস্যার মধ্যে রয়েছি সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করায় কিছুটা উপকৃত হলাম।

Post a Comment

Previous Post Next Post