পৌরসভার নিজস্ব দিশারি ভবনে কোয়ারন্টিন সেন্টার ঘুরে দেখলেন মহকুমার শাসক ও চেয়ারম্যান

পৌরসভার নিজস্ব  দিশারি ভবনে  কোয়ারন্টিন সেন্টার ঘুরে দেখলেন মহকুমার শাসক ও চেয়ারম্যান

সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎ বিশ্বাস রোডের ধারে পৌরসভার নিজস্ব ভবনে কুড়িটা বেড বসানো হলো, এখানে পৌরসভার নিজস্ব মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা দিবারাত্র পরিষেবা দেবেন। পাশাপাশি বাইরের থেকে কেউ আসলে তাকে নজরে রাখা হবে। যার জন্য এই কোচিং সেন্টার করা হয়েছে, পৌরসভার নিজস্ব উদ্যোগে ইতিমধ্যে কয়েকজনকে ওই কোয়ারেন্টিন সেন্টার রাখা হয়েছে।

এদিন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার, মহকুমাশাসক বিবেক ভসমে, চিকিৎসক পায়েল গুহ, ও শর্মিষ্ঠা মিত্র পৌরসভার মেডিকেল অফিসার স্বাস্থ্যকর্মীরা এই কোয়ারন্টিন সেন্টারে সরেজমিনে খতিয়ে দেখেন ।যাতে অসুবিধা না হয়। এখানে যেমন চিকিৎসকরাও রয়েছেন, পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা এই সেন্টারে রয়েছেন। বসিরহাট জেলা হাসপাতাল থেকে যেসব রোগী জ্বর সর্দি কাশি  করোনার উপসর্গ সন্দেহ মনে করবেন চিকিৎসকরা।  তাদেরকে এই কোয়ারন্টিন সেন্টারে তাদেরকে রাখা হবে। সব মিলিয়ে শহরের প্রাণকেন্দ্রে এই কোয়ারেন্টিন সেন্টার হওয়ায় মানুষের মধ্যে একটু আতঙ্ক ছড়িয়েছে।

Post a Comment

Previous Post Next Post