জিরো পয়েন্টে গ্রামবাসীদের হাতে প্যাকেট বন্দী খাবার তুলে দিলেন বসিরহাটের এসডিপিও


জিরো পয়েন্টে গ্রামবাসীদের হাতে প্যাকেট বন্দী খাবার তুলে দিলেন বসিরহাটের এসডিপিও

সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ খোদ মহাকুমার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র বসিরহাটের বিডিও তাপস কুন্ডু স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে। বসিরহাট থানার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্ট উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ায় প্রায় দুই শতাধিক গ্রামবাসী তাদের হাতে প্যাকেট বন্দি চাল, ডাল, আলু, পিয়াজ, সরষের তেল বাচ্চাদের খাবার গুঁড়ো দুধ, বিস্কুট, মুড়ি তুলে দিলেন ।বিশেষ করে সমস্যায় পড়েছে সীমান্তের মানুষ একদিকে সীমান্তে পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় ফলে, তাদের যেমন রুজি রোজগারে হারিয়েছে, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হোটেল চায়ের দোকান থেকে   ফুচকা ঝালমুড়ি সব ব্যবসা বন্ধ।


জিরো পয়েন্টে গ্রামবাসীদের হাতে প্যাকেট বন্দী খাবার তুলে দিলেন বসিরহাটের এসডিপিও


যার ফলে তাদের দৈনন্দিন জীবনে খাবার সংকট দেখা দিয়েছে। একদিকে খাবার অন্যদিকে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে সীমান্তের গ্রামবাসীরা। যার ফলে কখনো ব্যবসায়ী আবার কখনো বিএসএফ আবার কখনো পুলিশ খাবারের প্যাকেট নিয়ে হাজির হচ্ছেন গ্রামে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সীমান্তের মানুষ যতদিন লকডাউন চলবে ততদিন এই ত্রাণ তারা দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post