ভবঘুরেদের খাওয়ালো বনগাঁর বিজেপি

ভবঘুরেদের খাওয়ালো বনগাঁর বিজেপি

 সার্বভৌম সমাচার ঃ লকডাউনের ফলে স্তব্ধ দেশ। কর্মহারা সাধারণ মানুষ। এই চরম পরিস্থিতিতে আজ ৮ নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌঁছে দিল উত্তর ২৪ পরগণা জেলার বিজেপির বনগাঁ পৌর মন্ডল (উত্তর)।

সেই সংগে বনগাঁ শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে ভবঘুরেদের ও পশুপাখিদের খাবার দেওয়ার ব্যবস্থা করে তারা। উপস্থিত ছিলেন বনগাঁ পৌর মন্ডল উত্তরের সভাপতি শোভন বৈদ্য ও বনগাঁ উত্তর বিধানসভার এম এল এ বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Post a Comment

Previous Post Next Post