বন্ধ হল বারুইপুরের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ


বন্ধ  হল বারুইপুরের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ

সার্বভৌম সমাচার, বারুইপুর ঃ করোনা ভাইরাসের দাপটে বিশ্ব তথা ভারতবর্ষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে  । পাশাপাশি এই আতঙ্কে টানা লক ডাউন চলছে মহামারী ঠেকাতে । এইআতঙ্কে চিত্রশালি মঠকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর ব্লকের ঐতিহ্য পূর্ণ চিত্রশালী মঠের সেবায়েত ।

তাদের দাবি, প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর ফলে এই মরণব্যাধি থেকেও রক্ষা পেতে সবাই বাড়ি থাকুন সুস্থ থাকুন। বাড়ি থেকে ভগবানকে পূজা অর্চনা করুন। চিত্রশালী মঠ বন্ধ থাকছে, অজান্তেও কেউ মঠের ধারে কাছে আসবেন না। আমাদের পূজা চলবে, কিন্তু কোন ভক্তের সমাগম হবে না।

Post a Comment

Previous Post Next Post