সমাচার : দশম শ্রেণীর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে । আহত ছাত্রের নাম দুর্জয় পাইক। অভিযুক্ত শিক্ষক পঙ্কজ কুমার বেপারী। ইতিহাসের শিক্ষক। শনিবার দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ থানার গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ে। জখম ছাত্রের বাবা খবর পেয়ে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করে, রাতে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন। অভিযোগ ওই শিক্ষক ছাত্রের বুকে ঘুষি মারে। মারধরের ছাত্রের শ্বাসকষ্ট শুরু হয়েছিল৷অসুস্থ হয়ে পড়েসে৷
আহত ছাত্র জানিয়েছে, ভাঙা পেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে গিয়েছিল। হঠাৎই সে সময় অভিযুক্ত শিক্ষক ক্লাস নিতে ঘরে আসতেই পেনটি তার গায়ে লাগে।এর পরেই শিক্ষক উত্তেজিত হয়ে পরেন। ছাত্রের উপরে চড়াও হয়ে বুকে ঘুষি মারে।খবর পেয়ে অন্য শিক্ষকেরা ক্লাসে চলে আসেন। জখম ছাত্রের বাবাকে খবর দেয়।
আহত ছাত্র জানিয়েছে, ভাঙা পেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে গিয়েছিল। হঠাৎই সে সময় অভিযুক্ত শিক্ষক ক্লাস নিতে ঘরে আসতেই পেনটি তার গায়ে লাগে।এর পরেই শিক্ষক উত্তেজিত হয়ে পরেন। ছাত্রের উপরে চড়াও হয়ে বুকে ঘুষি মারে।খবর পেয়ে অন্য শিক্ষকেরা ক্লাসে চলে আসেন। জখম ছাত্রের বাবাকে খবর দেয়।