সমাচার ঃ গণতন্ত্রের ঢোল টা একটু দেরিতে বাজে, তা হলেও গণতন্ত্রই জেতে। আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূলের আগ্রাসনকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ বারাসাতের একটি সভাঘরে বিজেপির কার্যকর্তাদের নিয়ে গঠিত সভায় এসে তার ব্যাখ্যা পশ্চিমবঙ্গে বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক ভাবে করতে দেওয়া হচ্ছে না। মুখমন্ত্রীর আনা বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর আঁতাত কে নস্যাৎ করে মুকুল রায় বলেন এটা মুখমন্ত্রীর প্রধানমন্ত্রীর হবার এক অভিপ্রায়। আগামী দিনে সিএএ যে পুরভোটে কার্যকর ভূমিকা নেবে তা স্মরণ করিয়ে দিয়ে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গে এখন পুলিশ রাজ চলছে এবং তা নিরাময়ের জন্য কর্মীদের জন্য কোনো সহজ টোটকা নেই, গনতন্ত্রের পথেই ভরসা রাখতে হবে কর্মীদের।
সমাচার ঃ গণতন্ত্রের ঢোল টা একটু দেরিতে বাজে, তা হলেও গণতন্ত্রই জেতে। আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূলের আগ্রাসনকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ বারাসাতের একটি সভাঘরে বিজেপির কার্যকর্তাদের নিয়ে গঠিত সভায় এসে তার ব্যাখ্যা পশ্চিমবঙ্গে বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক ভাবে করতে দেওয়া হচ্ছে না। মুখমন্ত্রীর আনা বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর আঁতাত কে নস্যাৎ করে মুকুল রায় বলেন এটা মুখমন্ত্রীর প্রধানমন্ত্রীর হবার এক অভিপ্রায়। আগামী দিনে সিএএ যে পুরভোটে কার্যকর ভূমিকা নেবে তা স্মরণ করিয়ে দিয়ে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গে এখন পুলিশ রাজ চলছে এবং তা নিরাময়ের জন্য কর্মীদের জন্য কোনো সহজ টোটকা নেই, গনতন্ত্রের পথেই ভরসা রাখতে হবে কর্মীদের।