৩মাস ধরে বেতন না পাওয়ায় বিক্ষোভ ,অচল অবস্থা মধ্যমগ্রাম পানিহারা জল প্রকল্প



সমাচার ঃ ৩ মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ মাধ্যমগ্রাম  পানিহারা জল প্রকল্পের কর্মীদের । কে এম ডি এর এই জল প্রকল্পের পরিচনা করে ভাটর্চ ওয়েব্যেগ লিমিটেড নামক এক বেসরকারি সংস্থা আর তার তত্বাবধানে থাকা কর্মীরা বিগত ৩ মাস ধরে বেতন না পাওয়ায় আজ সকাল থেকে কর্ম বিরতি করে । আজ সকাল থেকে সংস্থার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে ও কর্ম বিরতি করে কর্মীরা ।

তাদের অভিযোগ দীর্ঘ ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মীর বেতনের কথা বলতে গেলে তাদের চাকরী থেকে বসিয়ে দেওয়া ও প্রশাসনিক হুমকির সম্মুখীন হতে হয় । তারা আরো জানান তাদের বেতন না মিললে আগামী দিনে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন ।

তবে সংস্থা ও কর্মীদের এই তাল বাহানায় মধ্যে পড়ে ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে জল পরিষেবা বন্ধ হবে বারাসাত, মাধ্যমগ্রাম, নিউব্যারাকপুর এই ৩টি পুরসভা এলাকায় । ফলে চরম ভোগান্তিতে পড়তে চলেছে সাধারণ মানুষ । তবে সংস্থার সুপার ভাইজার তিনি জানান সমস্ত বিষয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে তিনি আশা করেন দ্রুত সমাধান সূত্র বের হবে ।

Post a Comment

Previous Post Next Post