সমাচার ঃ বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন ভারতীয় ও বাংলাদেশের যাত্রীরা যাতায়াত করে l সেই কারণেই এদিন বনগাঁর পেট্রাপোল সীমান্তে লরি চালক ও ব্যবসায়ীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে শিবিরের আয়োজন করেছিল এনডিআরএফ এর দুই নাম্বার ব্যাটেলিয়ানl কারোনা ভাইরাস আক্রান্ত হলে বা রক্ষা পেতে কি কি করনীয় সে বিষয়ে সকলকে বোঝান এনডিআরএফ এর সদস্যরা।