করোনার জের : রক্ত সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করল বেসরকারি হাসপাতাল


করোনার জের : রক্ত সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করল বেসরকারি হাসপাতাল

সমাচার ঃ উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের বেসরকারি হাসপাতাল আইরিশ চক্ষু হসপিটালের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার l করোনার জেরে রক্ত সংকট দেখা দিয়েছে বিভিন্ন ব্লাডব্যাঙ্কগুলিতে l যার ফলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে সর্বত্র l সেই কথা ভেবে উত্তর ২৪ পরগনা গাইঘাটা ব্লকের বেসরকারি সংস্থা পরিচালিত আইরিশ চক্ষু হসপিটাল কর্তৃপক্ষ এই রক্তদান শিবিরের আয়োজন করে l ৩০ জন রক্তদাতা এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে রক্ত দান করেন।

Post a Comment

Previous Post Next Post