
সমাচার
ওয়েব ডেস্ক ঃ করোনা ভাইরাসের মোকাবিলায় অনেক আগেই এগিয়ে এসেছিল প্রতিরক্ষা গবেষণা ও
উন্নয়ন সংস্থা (DRDO)। ওই সংস্থা সূত্রে খবর, তারা এক ধরনের বায়ো স্যুট তৈরি করেছেন।
যা দেশে করোনা ভাইরাসের মোকাবিলা করতে চিকিৎসকদের সহায়তা করবে। ডিআরডিও এক প্রেস বিবৃতিতে
বলেছে, এই বায়ো স্যুট কোয়েমবতুরের সাউদার্ন ইন্ডিয়া টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন
(সিট্রা)-এ প্রস্তুত করা হয়েছে। এটি টেক্সটাইল শিল্পের জন্য গেম-চেঞ্জার হতে পারে বলেও
ডিআরডি সূত্রে খবর। ডিআরডিও সূত্রে আরও খবর, বর্তমান এই স্যুটের উৎপাদন ক্ষমতা প্রতিদিন
7,000 পিচ। খুব তাড়াতাড়ি প্রতিদিন 15,000 স্যুট তৈরি করার সক্ষমতা বাড়ানোর চেষ্টা
চলছে। আরও খবরের জন্য আমাদের চ্যানেলেন সঙ্গে থাকুন আর subscribe করুন।