রেশন ঘর প্রতিদিন খোলার নির্দেশ জেলা খাদ্য কর্মাধ্যক্ষের


রেশন ঘর প্রতিদিন খোলার নির্দেশ জেলা খাদ্য কর্মাধ্যক্ষের

উত্তম সাহা, বাগদা ঃ বাগদার রেশন ডিলার বিকাশ সরকারের বিরুদ্ধে সম্প্রতি রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যা নিয়ে খবর প্রকাশ হওয়ার পর হঠাৎই তা খতিয়ে দেখার জন্য আসেন জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ।

তিনি অভিযুক্ত ওই রেশন ডিলারের গোডাউন ঘুরে দেখেন। এরপর রেশন ঘর বন্ধ থাকায় তিনি ওই রেশন ডিলারকে নির্দেশ দিয়ে বলেন, “এই দুঃসময়ে প্রতিদিন নিয়মানুযায়ী রেশন ঘর খোলা রেখে মানুষের রেশন প্রদান করতে হবে”। তিনি আরও বলেন, এখন মানুষের কাছে সব সময় টাকা থাকছে না। সাধারণ মানুষের সেবার জন্য রেশন ঘর খোলা রাখতে হবে।

Post a Comment

Previous Post Next Post