লকডাউন : প্রতিবন্ধী বৃদ্ধকে বাড়ি পৌঁছে দিল পুলিশ


লকডাউন : প্রতিবন্ধী বৃদ্ধকে বাড়ি পৌঁছে দিল পুলিশ

সমাচার ঃ বসিরহাট মহকুমার বসিরহাট থানার শরৎ বিশ্বাস রোডে ৯ নম্বর ওয়ার্ডে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব প্রতিবন্ধী বৃদ্ধ সুবল ভট্টাচার্য। আজ শুক্রবার ভোরবেলা বেরিয়েছিল আর ফিরে যেতে পারছিল না। তার বাড়ি বসিরহাট পৌরসভার বদরতলা ১ নম্বর ওয়ার্ডে।

বয়সের ভারে ক্লান্ত হয়ে পরে রাস্তার ধারে পড়েছিলেন। ছুটে আসে একদল ছাত্র। বৃদ্ধকে তুলে শারীরিক সুস্থতা ফিরিয়ে আনার চেষ্টা করে। এরপর তাকে বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে। তৃণমূলের রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সৌমিক রায় অধিকারী সহ অন্যান্য ছাত্ররা।

সেই সময় হঠাৎ করেই বসিরহাট ট্রাফিকের ডিএসপি আধিকারিক দীপাঞ্জন চ্যাটার্জী গাড়ি নিয়ে ঘটনাস্থলের পাশদিয়ে যাচ্ছিলেন। দুপুর দুটোর সময় জটলা দেখতেই দাঁড়িয়ে পড়েন এবং ঘটনা বুঝে বৃদ্ধকে গাড়িতে তুলে নিয়ে তার ঠিকানা পৌঁছে দেন। পাশাপাশি তার সব রকমের খাওয়ার ব্যবস্থা করলেন। পুলিশের এই উদ্যোগ দেখে খুশি এলাকার সাধারণ মানুষ।

Post a Comment

Previous Post Next Post