ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রেখে গ্রামের ঘরে ঘরে খাবার পৌঁছে দিল এলাকার যুবকেরা


ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রেখে  গ্রামের ঘরে ঘরে খাবার পৌঁছে দিল এলাকার যুবকেরা

সমাচার ঃ লকডাউনে সম্প্রীতির অনন্য নজির গড়ল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর খাসবালান্দা অঞ্চলের যুবকেরা।ধর্মীয় ভেদাভেদ ভুলে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে খাবার পৌঁছে দিল তারা।

একদিকে যখন লকডাউন এর জেরে জনজীবন স্তব্ধ হয়ে গেছে, সাধারণ মানুষ কাজ হারিয়েছে । ঠিক তখনই বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর খাসবালান্দা অঞ্চলের সিরাজ গাজী, শামিম খান, বাবলু সিং, শেখ রিয়াজুল, লাল্টু সিং-সহ গ্রামের একদল যুবক ‌।

ওই এলাকার ইসলামিক জলসা কমিটি ধর্মীয় অনুষ্ঠান হিসাবে দীর্ঘ কুড়ি বছর ধরে মানুষের কাছে খুব জনপ্রিয়। তারা ঠিক করেছে, এবার জলসা না করে জলসার জন্য বরাদ্দ তিন লক্ষ টাকা দিয়ে যতদিন পর্যন্ত লকডাউন না উঠবে ততদিন পর্যন্ত ১৭০০ পরিবারের প্রায় ৮০০০ গ্রামবাসীকে প্রতিদিন নিয়ম করে দিন ও রাত্রি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে তারা ।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষদের কয়েকদিন ধরে তিনবেলা রান্না করে খাওয়াবেন তারা। তারা বলেন, খাবার নিতে তাদের আসতে হবে না। লকডাউনকে মান্যতা দিন। আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা রান্না করে আপনাদের বাড়িতে দিয়ে আসব।

একদিকে করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করছেন। অন্যদিকে খাবার পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। আবার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন, লকডাউনকে সমর্থন করতে। ওরা আদিবাসী, প্রত্যন্ত গ্রামের বাসিন্দা; ওরা জানেনা লকডাউন ও ভাইরাস কাকে বলে। ওরা হয়তো ঠিক মত জানে না; এই মুহূর্তে কাজ হারিয়ে বেঁচে থাকার লড়াই। এলাকার যুবকদের পাশে পেয়ে ওরাও খুব খুশি। খুশি এই ভেবে তিন বেলা তিন মুঠো অন্তত খেতে তো পারবো। যাইহোক, এলাকার একদল যুবককে পাশে পেয়ে খুশি গ্রামের মানুষেরা।

Post a Comment

Previous Post Next Post