প্রধানমন্ত্রীর ডাকে সাড়া; বন্ধ হল লাইটস- জ্বলল বাতি, পুড়ল বাজি


প্রধানমন্ত্রীর ডাকে সাড়া; বন্ধ হল লাইটস- জ্বলল বাতি বাজি

সমাচার ওয়েব ডেস্ক ঃ লকডাউনের মধ্যে নানান সমস্যার মধ্যেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিল দেশবাসী। রাত ৯টায় দেশবাসী ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে জ্বালালেন প্রদীপ, মোবাইলের টর্চ, মোমবাতি। আবার কিছু মানুষ এই করোনা উদ্বেগের মধ্যেও চুটিয়ে পুড়িয়েছেন বাজি। ফাটিয়েছেন পটকা।

করোনা পরিস্থিতিতে রবিবার রাত ৯টায় ৯ মিনিট বিদ্যুৎ বন্ধ করে মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর পুনরায় সেই কথাই টুইট করে দেশবাসীকে আরও একবার স্মরণ করান মোদী।

অন্যদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। করোনা মোকাবিলায় রাজ্যে ৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। ৫টি সরকারি ছাড়া ২টি বেসরকারি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে বলেও জানান মুখ্যসচিব। সরকারী সূত্রে খবর অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩।

ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৭৭ জন, মৃত্যুর সংখ্যাও প্রায় ৯০ ছুঁই ছুঁই। এই অবস্থায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সূত্রে খবর, “যদি এটা বায়ুবাহিত রোগ হত তাহলে আক্রান্তদের পরিবারও এই ভাইরাসে আক্রান্ত হত। কিন্তু সেটা হয়নি। হাসপাতালগুলিতেও সেইভাবে সংক্রমণ ছড়ায়নি।” আবার, স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, করোনা আক্রান্ত তিন হাজারের মধ্যে ২১২ জন সুস্থ হয়ে গিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post