করোনা সচেতনতায় পথে গান করলেন পুলিশ ও সাংবাদিকরা


করোনা সচেতনতায় পথে গান করলেন পুলিশ ও সাংবাদিকরা

সমাচার ঃ বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে ও সাংবাদিকদের সহযোগিতায় গানের মাধ্যমে বনগাঁয় শুরু হল  মানুষকে সচেতন করার কাজ। রবিবার বনগাঁ বাটার মোড় থেকে এই সচেতনতা কাজ শুরু করা হয়। একটি গানের সুরে  তার নিজের কথায় গান গেয়ে মানুষকে সচেতন করলেন সাংবাদিক জ্যোতি চক্রবর্তী। তার গানের সঙ্গে ক্যাজন বাজান বনগাঁ থানার পুলিশ স্বরূপ পাল। একে একে গান করেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার ও সাংবাদিক সোমনাথ।


করোনা সচেতনতায় পথে গান করলেন পুলিশ ও সাংবাদিকরা

 আবৃত্তি করেন জেলাসহ পুলিশ আধিকারিক সৌভিনিক মুখোপাধ্যায় । পুলিশ ও সাংবাদিকদের রাস্তায় নেমে মানুষকে সচেতন করতে দেখে জানলায় এসে দাড়ায় অনেকেই। দুরথেকে হাততালি দেন তারা। গানের সঙ্গে হাতে তালি দিয়ে মানুষকে সচেতন করলেন জেলা পুলিশ আধিকারিক তরুণ হালদার, বনগাঁর পুলিশ আধিকারিক মানস চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মী ও পথচলতি মানুষেরা। পরিচালনায় ছিলেন সাংবাদিক সীমান্ত মৈত্র। বনগাঁর পুলিশ সুপার তরুন হালদার বলেন, "সাংবাদিকদের সহযোগিতায় জেলা পুলিশের উদ্যোগে গানের মাধ্যমে মানুষকে সচেতন করছি আমরা।"

Post a Comment

Previous Post Next Post