সায়ন ঘোষ, বনগাঁ, সমাচার : করোনার মোকাবিলায় গোটা দেশে লকডাউন, কাজ বন্ধ সকল মানুষের। তারই মাঝে গোটা রাজ্যে তান্ডব চালিয়েছে আমফান। তাই এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বনগাঁর একদল যুবক-যুবতী।
শনিবার তাদের তৈরি 'গীতবিতান ফাউন্ডেশন' এর উদ্যোগে এবং কালিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালিয়ানী অঞ্চলের স্থানীয় মানুষের মুখে এক বেলার খাবার তুলে দিলেন তারা। সাথেই এদিন সকাল থেকে চলে করোনা মোকাবিলায় সচেতনতার প্রচার। এদিন প্রায় ৫০০ জনের কাছে এক বেলার খাবার পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের সদস্য সম্পূরণ রায়, নিরুপম সাহা, কমলেশ দে, ঋতম পাল বলেন, "গীতবিতান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ জনকে একবেলার খাবার তুলে দিলাম আমরা। সাথেই করোনা হাত থেকে বাঁচতে সামাজিক দুরত্ব এবং মাক্স এর ব্যাবহার সম্বন্ধে জানালাম স্থানীয়দের। এরপরেও বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন এর মাধ্যমে অসহায় মানুষদের পাশে আবারও দাঁড়ানো হবে।"
এছাড়াও এদিন বনগাঁ ধরমপুকুর এলাকায় প্রায় ৫০ টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন বনগাঁর কয়েকজন তরুণ-তরুণী।
ব্রতিন, বাপ্পা, বাবাই, মুসকান, ঐতিশা, মৌ, তান্না, রোহান, শুভম তাদের নিজেদের টাকা থেকে বনগাঁর ধরমপুকুর এলাকাতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন অসহায় মানুষদের কাছে। সামগ্রী পেয়ে খুশি স্থানীয় মানুষ।
শনিবার তাদের তৈরি 'গীতবিতান ফাউন্ডেশন' এর উদ্যোগে এবং কালিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালিয়ানী অঞ্চলের স্থানীয় মানুষের মুখে এক বেলার খাবার তুলে দিলেন তারা। সাথেই এদিন সকাল থেকে চলে করোনা মোকাবিলায় সচেতনতার প্রচার। এদিন প্রায় ৫০০ জনের কাছে এক বেলার খাবার পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের সদস্য সম্পূরণ রায়, নিরুপম সাহা, কমলেশ দে, ঋতম পাল বলেন, "গীতবিতান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ জনকে একবেলার খাবার তুলে দিলাম আমরা। সাথেই করোনা হাত থেকে বাঁচতে সামাজিক দুরত্ব এবং মাক্স এর ব্যাবহার সম্বন্ধে জানালাম স্থানীয়দের। এরপরেও বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন এর মাধ্যমে অসহায় মানুষদের পাশে আবারও দাঁড়ানো হবে।"
এছাড়াও এদিন বনগাঁ ধরমপুকুর এলাকায় প্রায় ৫০ টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন বনগাঁর কয়েকজন তরুণ-তরুণী।
ব্রতিন, বাপ্পা, বাবাই, মুসকান, ঐতিশা, মৌ, তান্না, রোহান, শুভম তাদের নিজেদের টাকা থেকে বনগাঁর ধরমপুকুর এলাকাতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন অসহায় মানুষদের কাছে। সামগ্রী পেয়ে খুশি স্থানীয় মানুষ।
Good job
ReplyDelete