
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ প্রথমে সুর চড়িয়েছিল আমেরিকা। সরাসরি চিনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে সামিল হয়েছে ভারতও। ইতিমধ্যে হু-এর বিরুদ্ধে স্বতন্ত্র তদন্ত সামিল হয়েছে ভারতসহ বিশ্বের ৬২টি দেশ। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্ব মহামারি করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উত্তরের স্বতন্ত্র তদন্ত চাইছে। সোমবার থেকেই শুরু হচ্ছে ৭৩ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। আর সেখানেই এই প্রস্তাবের খসরা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওই খসরায় স্পষ্ট বলা হয়েছে, করোনা ভাইরাসের সংকট নিয়ে 'নিরপেক্ষ, স্বতন্ত্র এবং বিস্তারিত' তদন্ত চাই। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর কার্যকলাপ নিয়েও তদন্তের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন—
ড্রাফট রিপোর্টে বলা হয়েছে, 'যথাযথভাবে উপযুক্ত সময়ে এ নিয়ে তদন্ত শুরু করা দরকার এবং প্রয়োজনে সদস্য দেশগুলির সঙ্গে পরামর্শ করুক হু। আন্তর্জাতিক স্বাস্থ্যে এই ভাইরাসের জেরে যে প্রতিক্রিয়া হয়েছে সেই অভিজ্ঞতা এবং পর্যালোচনা থেকে এও দেখা হোক যে এটিকে রোধ করতে কতটা নিরপেক্ষ, স্বতন্ত্র পদক্ষেপ নেওয়া হয়েছিল। COVID-19 বিষয়ে তদন্ত শুরু হোক'। এই তদন্তের খসড়া প্রস্তাবে যেসব দেশ সমর্থন দিয়েছে তাঁদের মধ্যে ভারতসহ অন্যান্য বড় দেশগুলির মধ্যে রয়েছে জাপান, ব্রিটেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং কানাডা।
আরও পড়ুন—
তবে অস্ট্রেলিয়াই প্রথম দেশ যে করোনা ভাইরাসের তদন্ত দাবি করেছে। সে দেশের বিদেশমন্ত্রী মরিস পাইনে জানিয়েছেন, যেভাবেই হোক এই সংক্রমণ ছড়ানোর কারণ সন্ধান অত্যন্ত জরুরি এবং তাতে নিরপেক্ষ হয়ে তদন্ত করতে হবে।
তবে এই তদন্তের বিষয়ে প্রস্তাব উঠলেও এখনও পর্যন্ত চিন বা ইউহানের নাম করে কোনও কিছুই বলা হয়নি। সে ক্ষেত্রে শুধুমাত্র উল্লেখ্ করা থাকছে যে, মনে করা হয় চিনের ইউহান থেকেই এই করোনা ভাইরাস বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
#WHO #করোনা নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় #ড্রাফট রিপোর্ট #tedros ghebreyesus
তবে এই তদন্তের বিষয়ে প্রস্তাব উঠলেও এখনও পর্যন্ত চিন বা ইউহানের নাম করে কোনও কিছুই বলা হয়নি। সে ক্ষেত্রে শুধুমাত্র উল্লেখ্ করা থাকছে যে, মনে করা হয় চিনের ইউহান থেকেই এই করোনা ভাইরাস বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
আরও পড়ুন—
এক্ষেত্রে উল্লেখ্য যে, করোনা পরিস্থিতি নিয়ে চিন তথ্য গোপন করেছে; আর তাতে সাহায্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনই অভিযোগ করেছে আমেরিকা। এমনকি সেই অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য প্রদানও বন্ধ করে দিয়েছিল আমেরিকা। এছাড়াও চিনকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ তুলেছে একাধিক দেশ।
আরও দেখুন—
আরও দেখুন—
#WHO #করোনা নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় #ড্রাফট রিপোর্ট #tedros ghebreyesus