
সার্বভৌম সমাচার, হাসনাবাদ ঃ পাওনা টাকা চাইতে গেলে প্রথমে বচসা তারপর গন্ডগোল ও মারামারি হয়। তাতে জখম হয়েছে দুজন। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার বরুন সর্দার পাড়ায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রতিবেশী মোজাফফর গাজী কাছে রবিবার রাত আটটা পাওনা ১০০০ টাকা চাইতে গেলে প্রথমে বচসা এবং তারপর গন্ডগোল বাধে হবিবর মিস্ত্রির সংঘে। এরপর মারামারি হয় এবং তাতে দুজন জখম হয়। এরপর হাসপাতালে চিকিৎসা করে বাড়ি ফিরে স্থানীয় বিজেপি নেতা পিন্টু মোল্লা কে খবর দিয়ে দলবল নিয়ে রবিবার ভোররাতে বাশ, লোহার রড, হাতুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এসে মোজাফফর গাজীর পরিবারের উপর। ফাটিয়ে দেয় মহিলাদের মাথা, রেহাই পাইনি শিশুরাও। অভিযোগ তাদেরকেও মারধোর করা হয়। তাতে মোট জখম হয়েছে মোজাফফর গাজীর স্ত্রী ও শিশুসহ মোট আটজন। তাদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পাশাপাশি বাড়ি ভাঙচুর ও দুটো বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ হয়েছে। সুত্রে খবর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন।
আরও পড়ুন--
বেশ কিছুদিন আগে এলাকায় মারধর গন্ডগোল পাকানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল বিজেপি নেতা পিন্টু মোল্লা । সম্প্রতি জেল খেটে বাড়ি ফিরেছে সে। এরপর ওই গ্রামের যারা এই পিন্টু মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল বেছে বেছে তাদের বিরুদ্ধেই আক্রমন শানাচ্ছে সে। বেছে বেছে তাদের উপর চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর করা, আগুন ধরিয়ে দেওয়া এবং মারধর করার অভিযোগ উঠছে ওই বিজেপি নেতা পিন্টু মোল্লার বিরুদ্ধে। তবে পাওনা টাকা চাওয়ার পিছনে কোন রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা পিন্টু মোল্লা। তিনি বলেন মোজাফফর গাজী আচমকা আমাদের উপর হামলা করে আমাদেরকে মারধর করে ওদের নিজেদের ঘর নিজেরাই আগুন লাগিয়ে দিয়েছে আমাদের নামে দোষ দিচ্ছে পুলিশ তদন্ত করে দেখুক সত্য ঘটনা বেরিয়ে আসবে আমাদের অপরাধ আমরা বিজেপি পার্টি করি।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা পিন্টু মোল্লা। তিনি বলেন মোজাফফর গাজী আচমকা আমাদের উপর হামলা করে আমাদেরকে মারধর করে ওদের নিজেদের ঘর নিজেরাই আগুন লাগিয়ে দিয়েছে আমাদের নামে দোষ দিচ্ছে পুলিশ তদন্ত করে দেখুক সত্য ঘটনা বেরিয়ে আসবে আমাদের অপরাধ আমরা বিজেপি পার্টি করি।
আরও দেখুন--
Tags:
জেলার খবর