
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ বিশ্বজুড়ে মহামারি করোনার ভাইরাসের সংক্রমণ রুখতে নানান দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না মৃত্যুমিছিল, বন্ধ করা যাচ্ছে না আক্রান্ত হওয়া । আর এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বিশ্বের যে দেশ যেমন ভাবে পারছে নিজেদের দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য লকডাউন পালন করাতে বাধ্য করাচ্ছে। জারি হচ্ছে নানা ধরনের নিয়মও। যেমন এবার সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেখানকার সরকারি নির্দেশে বলা হয়েছে, মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একইসঙ্গে জরিমানাও দিতে হবে। আর বিশ্বের কাতারই প্রথম দেশ, যারা মাস্ক না পরার জন্য এমন কঠোর শাস্তির বিধান করেছে।
কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে। উপসাগরীয় এই দেশে এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সে দেশের সরকারী গণমাধ্যম সুত্রে খবর, রবিবার থেকে এই নিয়ম বলবত্ হয়েছে। জনসাধারণকে মাস্ক ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি ও জরিমানা করতে শুরুও করা হচ্ছে। তবে বলা হচ্ছে, এখনও পর্যন্ত বিশ্বে মাস্ক না পরার সবচেয়ে কঠোর শাস্তি এটাই।
কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে। উপসাগরীয় এই দেশে এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সে দেশের সরকারী গণমাধ্যম সুত্রে খবর, রবিবার থেকে এই নিয়ম বলবত্ হয়েছে। জনসাধারণকে মাস্ক ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি ও জরিমানা করতে শুরুও করা হচ্ছে। তবে বলা হচ্ছে, এখনও পর্যন্ত বিশ্বে মাস্ক না পরার সবচেয়ে কঠোর শাস্তি এটাই।
আরও দেখুন--
#CORONAVIRUS #LOCKDOWN #Quatar #Arrest