অসহায় মানুষের পাশে বনগাঁর একাধিক পড়ুয়া

অসহায় মানুষের পাশে বনগাঁর একাধিক পড়ুয়া

সায়ন ঘোষ, বনগাঁ : বর্তমান পরিস্থিতির কথা ভাবলেই গা শিউড়ে ওঠে। সারা পৃথিবীতে এই মহামারীতে কেড়েছে কয়েক কোটি মানুষের প্রাণ। ডাক্তারেরা বিজ্ঞানীরা একের পর এক করোনার ওষুধ বানানোর চেষ্ঠায় আছেন।

আমরা সবাই যখন বাড়িতে আরাম আয়েসে আছি, অন্যদিকে ঠিক সেই সময় ট্রেনে হকারি করতো, বা পথের পাশে দোকান ছিল তারা কেমন আছে? একবারও কী ভাবছি আমরা? আর ভাবলেও বা, আমরা সবাই কী করতে পারছি তাদের জন্য? এই পরিস্থিতিতে হাজারো হাজারো মানুষ আছে যাদের দিনের পর দিন খালি পেটেই রাত কাটাতে হচ্ছে।

অসহায় মানুষের পাশে বনগাঁর একাধিক পড়ুয়া

তাই তাঁদেরই সাহায্যে উত্তর ২৪ পরগনার বনগাঁয়
শুভজ্যোতি, সাগ্নিক, প্রিয়, সোহান, চিরঞ্জিত, ইয়াসির, পিকু, রাজিবুল, শিবম, জিৎ সহ একাধিক পড়ুয়ারা মিলিত হয়ে তাদের জমানো টাকা দিয়ে খাবার তুলে দিলেন তাঁদের হাতে।

অসহায় মানুষের পাশে বনগাঁর একাধিক পড়ুয়া

এদিন বনগাঁ ছয়ঘরিয়া এলাকা সহ চাকদাহ রোডের পার্শ্ববর্তী ইটভাটায় প্রায় ২০০ জন দুঃস্থ মানুষদের হাতে এক বেলার খাবার, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন পড়ুয়ারা। পড়ুয়ারা জানান, আমাদের সামর্থ্য অনুযায়ী এনাদের পাশে দাঁড়ালাম, আগামীতেও দাঁড়াবো। তাঁদের মুখের হাসিই আমাদের কাছে আশীর্বাদ। ভালোবেসে একটু পাশে থাকুন এই মানুষ গুলোর কাছে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post