অম্লিতা দাস : স্বাধীনতা দিবসে রাতে ক্রিকেটপ্রেমীদের মনে আঘাত পড়ল পর পর দু'বার। সন্ধ্যেতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মহেন্দ্র সিং ধোনি সেই নিয়েই জল্পনা যখন তুঙ্গে নিভৃতে একই পথ ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিল সুরেশ রায়না।
ইনস্টাগ্রামে সিএসকের অধিনায়ক ধোনি এবং বাকি টিমমেটদের সাথে ছবি আপলোডের সাথে ধোনিকে উদ্দেশ্য করে তিনি লিখলেন "তোমার সঙ্গে খেলা খুব উপভোগ করেছি। গর্ব অনুভব করি। এবার তাহলে তোমার পথেই হাঁটি। ভারতকে ধন্যবাদ। জয় হিন্দ।”
ধোনির সাথে এক জার্সিতে ইন্ডিয়ার হয়ে খেলেছেন তিনি।২০০৫সালে ভারতীয় দলে তিনি যুক্ত হন।তাঁর প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেই শতরান আনেন তিনি।১৯টি টেস্ট ম্যাচ ২২৬টি ওয়ান ডে খেলেন রায়না।১৯টি টেস্টে তাঁর রান ৭৬৮। ওয়ানডেতে রান ৬১৫।২০১১সালে বিশ্বকাপ জেতার সময় এবং ২০১৩সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার সময়ও ভারতীয় দলের এক অন্যতম সদস্য ছিলেন তিনি।
ক্রিকেটারপ্রেমীদের ভারাক্রান্ত মন এখন আই পি এলে ধোনি এবং রায়নাকে একসাথে দেখার অপেক্ষায়।
আরও দেখুন--