অম্লিতা দাস : বৃষ্টি বাড়বে রাজ্যে। নিম্নচাপের আশঙ্কা করছেন আলিপুর আবহাওয়া দপ্তর।বুধবার থেকে নিম্নচাপের সম্ভবনা রয়েছে।
বাতাসে অধিক জলীয় বাষ্পের পরিমাণ।বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভবনা রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও ওড়িশাতে।শ্রাবণ মাস জুড়েই বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে একের পর এক নিম্নচাপ।মৌসুমী অক্ষরেখাও সক্রিয় জয়পুর,ছত্তিশগড় মধ্যে দিয়ে জামসেদপুর,দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।
১৪ই আগস্ট থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে।বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভবনা।আগামী ২৪ঘন্টায় আলিপুর,কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও নদিয়া, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনায় আছে ভারী বৃষ্টির আশঙ্কা।আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান, “বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ এবং ২০ অগস্ট বৃষ্টি বাড়বে। এ ছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে।”
আরও দেখুন--