জ্বালানি তেলে ভাসলো সমুদ্র, ব্যাপক ক্ষতির মুখে সামুদ্রিক বাস্তুতন্ত্র

জ্বালানি তেলে ভাসলো সমুদ্র, ব্যাপক ক্ষতির মুখে সামুদ্রিক বাস্তুতন্ত্র

অম্লিতা দাস : দুর্ঘটনা এবার সমুদ্রে।ভারত থেকে সাহায্য চাইলো মরিশাস।সোমবার এক পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় ৪০০০টন তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে।

সারাবছর প্রায় পর্যটকদের যাতায়াত থাকলেও এখন করোনা ভাইরাসের কারণে তাও বন্ধ রয়েছে দ্বীপরাষ্ট্র মরিশাসে।ফলে অর্থনীতির হাল তুলনামূলক ভাবে খারাপ অবস্থায়।এরই মধ্যে 'এম ভি ওয়াকাশিও' নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে জ্বালানি তেল মিশছে সমুদ্রে।মরিশাস দ্বীপের উপকূলে এই ঘটনা, বিপদের মুখে অনেক সামুদ্রিক জীব এবং প্রবাল প্রাচীর।সূত্র অনুযায়ী ২৫শে জুলাই জাহাজটি প্রবাল প্রাচীরে আঘাত করে ফলে জাহাজে দেখা যায় ফাটল।তা থেকেই বিপত্তি।

ইতিমধ্যে মরিশাস সরকারের বিরুদ্ধেও প্রশ্ন আনা হচ্ছে জাহাজে ফাটলের দেখা দিলেও আগে সতর্ক না হওয়ার জন্য।তবে তিনি জানিয়েছেন প্রাকৃতিক অবস্থা খারাপ থাকার কারণে তা সম্ভব হয়নি।ভারত থেকে সাহায্য চাইলে ভারত টেকনিক্যাল ইক্যুইপমেন্ট দিয়ে পাশে থেকেছেন।পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত মহাসাগরের অংশীদার হিসেবে ভারতীয় বায়ুসেনার এয়ারক্র্যাফটে পৌঁছে দেওয়া হচ্ছে এই ৩০ টন প্রয়োজনীয় সরঞ্জাম, ঘোষণায় ভারতীয় বিদেশমন্ত্রক।এছাড়াও তিনি জানিয়েছেন ইন্ডিয়ান কোস্ট গার্ডের বিশেষ দক্ষতাসম্পন্ন ১০ জন সদস্যের একটি টেকনিক্যাল রেসপন্স টিমকে  ঘটনাস্থলে পরিস্থিতি সামালানোর দায়িত্বে নিয়োগ করা হয়েছে।

পরিবেশবিদদের মত অনুযায়ী, জাহাজ থেকে এতটা পরিমাণ তেল সমুদ্রে মেশার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর হতে পারে ব্যাপক ক্ষতির সম্ভবনা।ইতিমধ্যে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ পরিবেশ সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন।জলে তেলের পরিমাণ কমিয়ে আনতে প্রায় ৪০০ সমুদ্র বুম এবং আরও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post