জনসচেতনতায় এবার পুজোয় স্বয়ং মা দুর্গা

জনসচেতনতায় এবার পুজোয় স্বয়ং মা দুর্গা

অম্লিতা দাস : করোনা মহামারির মধ্যেই মা আসছেন প্রতি বছরের মতোই। তবে এবার মা দুর্গাও সচেতন বার্তা ছড়াতে পড়বেন মাস্ক।

মা দুর্গাও মাস্ক পড়বেন একদল এর পক্ষে সমর্থন জানালেও অনেকের কাছেই মা সর্বশক্তিমান তাই মা কে মাস্ক পড়াতে তারা নারাজ।২০২০পূজো আসন্ন।একঢাল শাড়ি,গয়না,অস্ত্রের সাথেই এইবার থাকবে মাস্কও।তবে এই মহামারির সময় নানা নিয়মবিধি মেনে চলতে হবে সকলকে সঙ্গে থাকবে মাস্ক স্যানিটাইজার।উত্তর কলকাতার গৌরীবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঠিক করেছেন মা আসবেন মাস্ক পড়েই।ইতিমধ্যে তারা খুটিপুজো সেরে ফেলেছেন মাস্ক পড়া মাকে নিয়েই।৪১.৬গ্রামের রুপোর মাস্ক গড়েছেন তাঁরা।বেলঘরিয়ার স্বর্ণকার তৈরি করেছেন এই রুপোর মাস্কটি।

আরও পড়ুন--

১৬০বছরের পুরোনো পুজোয় শিয়ালদাহের দত্ত বাড়ির পুজোয় এবং ২৫৮ বছরের পুরনো, আমহার্স্ট স্ট্রিটের চন্দ্রবাড়ির পুজোতেও মা আসছেন মাস্কের সাথে সচেতনতার সাথে।চন্দ্রবাড়ির পুজোর অন্যতম সদস্য হাইকোর্টের আইনজীবী দেবকুমার চন্দ্রের মতে, মানুষকে সচেতন করার জন্য দুর্গাপুজো এক দারুন মাধ্যম।মা মাস্ক পড়লে মানুষের কাছেও বেশ ভালো বার্তা পৌঁছাবে।

অনেকেই মাস্ক পড়ায় সহমত হলেও ভিন্নমতে হাঁটেন শোভাবাজার নন্দনবাড়ির সেবায়েত অতনু দত্ত। তাঁর কথায় সাধারণ মানুষ আর মা দুর্গা এক নয়,১২০বছরের পুজোর এইরূপ অনিয়ম করা উচিত হবেনা। এ ছাড়াও মায়ের মাস্ক পড়ার বিরুদ্ধে বলেছেন দেশপ্রিয় পার্কের পুজোর একাংশ সদস্য, একডালিয়া এভারগ্রিনের কমিটিও। দেবাশিস কুমার জানান, "আসলে কেউ দুর্গাকে সর্বশক্তিমান হিসেবে পুজো করেন, কেউ মেয়ের মতো পুজো করেন। মেয়ে হিসেবে ভাবলে তাঁকে করোনা থেকে দূরে রাখতে যে কোনও অভিভাবকই মাস্ক পরাতে চাইবেন।"

আর দেখুন--

Post a Comment

Previous Post Next Post