কুপওয়ারায় এনকাউন্টারে নিহত পাকিস্তানী জঙ্গি

কুপওয়ারায় এনকাউন্টারে নিহত পাকিস্তানী জঙ্গি

সার্বভৌম সমাচার, জম্মু ও কাশ্মীর : বৃহস্পতিবার পুলিশ সুত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিহত হয়েছে লস্কর-ই-তোয়বার শীর্ষ শীর্ষ সেনাপতিকে পাকিস্তানি আল্ট্রা হিসাবে পরিচিত পাকিস্তানী এক জঙ্গি।

পুলিশ বলেছে, বুধবার ওই লড়াইয়ে ড্যানিশ নামে ওই পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। আইজিপি কাশ্মীর বিজয় কুমার জানিয়েছেন, সুরক্ষা বাহিনী দু'জন জঙ্গির নিকাশ করেছে। নিহত জঙ্গিদের মধ্যে একজন ছিলেন এলইটি কমান্ডার নাসির-উ-দীন লোন, তিনি ১৮ এপ্রিল সোপোরে তিন সিআরপিএফ জওয়ান এবং এই বছরের ৪ মে হানদোয়ায় তিন সিআরপিএফ জওয়ানকে হত্যার সাথে জড়িত ছিলেন।

৪ মে ভ্যানগাম হানদোয়ারায় হামলার পরে সিআরপিএফ জওয়ান থেকে ছিনিয়ে নেওয়া একটি একে-৪৭ রাইফেলটি লোন থেকে উদ্ধার করা হয়েছে এবং বৃহস্পতিবার সিআরপিএফের তিন জওয়াকে হত্যার সাথে তার জড়িত থাকারও প্রমাণ মিলেছে।

আরও পড়ুন--

কাশ্মীর জোন পুলিশ তার অফিসিয়াল টুইটারের পৃষ্ঠায় একটি সিসিটিভি ফুটেজ আপলোড করেছেন। যাতে দেখা যাচ্ছে, ১৮ এপ্রিল সোপোর আহাদ বাবা চৌকিতে সিআরপিএফ জওয়ানদের উপর ফায়ারিং করেছিল। এরপর পুলিশ টুইটের মধ্যে লিখেছেন ১৯ আগস্ট "ন্যায়বিচার হয়েছে" বলে লিখেছে।

উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হানদোয়ারার গণিপোরা ক্রালগুন্ড এলাকায় এই সংঘর্ষে সুরক্ষা বাহিনী এই অঞ্চলটিকে ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। বুধবারের এই এনকাউন্টারটি দ্বিতীয় অপারেশন ছিল এবং এর আগের দিন, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী দু'জন জঙ্গিকে হত্যা করেছিল।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post