এবারে KKR এর অধিনায়ক হবেন শুভমান গিল !

এবারে KKR এর অধিনায়ক হবেন শুভমান গিল

সার্বভৌম সমাচার : ভারতের অন্যতম উজ্জ্বল প্রতিভা যুবক শুভমান গিল। প্রায়শই পাঞ্জাবের এই ব্যাটসম্যানকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সেরা ক্রিকেটার হিসাবে উল্লেখ করা হয়। এমনকি অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার পছন্দও তাকে। ইতিমধ্যেই শুভমান গিল বেশ কয়েকটি অনুষ্ঠানে তার ক্রিকেটে যোগ্যতার জন্য প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও একবার বিরাট কোহলি বলেছেন, ১৯ বছর বয়সে শুভমান গিল কী ছিলেন তার ১০ শতাংশ তিনিও নন।

উল্লেখ্য ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন আইপিএল ২০২০। তাতে পাঞ্জাবের এই ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। ২০১৩ সাল থেকে শুভমান গিল কলকাতা নাইট রাইডার্সের সাথে রয়েছেন। গত মরসুমে ডানহাতি এই ব্যাটসম্যান ১৪ ম্যাচে ২৯৬ রান সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুন--



এবারের আইপিএল ২০২০-তে ২০ বছর বয়সী শুভমান গিল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারেন বলে জানিয়েছেন নাইট রাইডার্সের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ব্রেন্ডন ম্যাককালাম শুভমান গিলের প্রশংসা করে আরও বলেন, তিনি দলে জায়গা পাওয়ার এক ব্যতিক্রমী প্রতিভা এবং দুর্দান্ত এক ব্যক্তি।

প্রাক্তন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার আরও বলেছেন, শুভমান গিল এ বছর তাদের দলের নেতৃত্ব দিতে চলেছেন তার নিজের সামর্থ্যেই। ম্যাককালাম মনে করেন, গিল তরুণ আছেন; তবে তিনি বিশ্বাস করেন না যে দীর্ঘকাল খেললেই কেউ ভাল অধিনায়ক হয়ে উঠতে পারেন।



Post a Comment

Previous Post Next Post