প্রথম বেবি সার্বভৌম সমাচার : বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ফ্যানদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁদের প্রথম বেবির কথা।কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, বিরুষ্কা তাঁদের পরিবার পরিকল্পনা করছেন।
অনুষ্কা শর্মা তার সোশ্যাল মিডিয়ায় বিরাটের সাথে একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে পোলকা-বিন্দুযুক্ত কালো এবং সাদা পোশাকে হাসি-খুশি দেখা গিয়েছে শীঘ্রই সন্তান সম্ভাব্য অনুষ্কাকে। এছাড়াও খুব শীঘ্রই বাবা হতে যাওয়া বিরাটকেও বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টের ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, 'And then, we were three!' এদিনের সুখবরের কথা চাউর হতেই আলিয়া ভট্ট, বরুণ ধাওয়ান, তপসী পান্নু, এবং সমতা আক্কেনিসহ অনেকই বিরুষ্কাকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের গর্ভাবস্থা ঘোষণা করার পরে বিরাট এবং আনুশকা এখন দ্বিতীয় দম্পতি হয়েছেন।
বিরাট এই বছর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি পিতৃত্ব গ্রহণ করবেন। এর আগে, ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তাঁর পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছিলেন।
আরও দেখুন--
অনুষ্কা শর্মা তার সোশ্যাল মিডিয়ায় বিরাটের সাথে একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে পোলকা-বিন্দুযুক্ত কালো এবং সাদা পোশাকে হাসি-খুশি দেখা গিয়েছে শীঘ্রই সন্তান সম্ভাব্য অনুষ্কাকে। এছাড়াও খুব শীঘ্রই বাবা হতে যাওয়া বিরাটকেও বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে।
আরও পড়ুন--
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টের ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, 'And then, we were three!' এদিনের সুখবরের কথা চাউর হতেই আলিয়া ভট্ট, বরুণ ধাওয়ান, তপসী পান্নু, এবং সমতা আক্কেনিসহ অনেকই বিরুষ্কাকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের গর্ভাবস্থা ঘোষণা করার পরে বিরাট এবং আনুশকা এখন দ্বিতীয় দম্পতি হয়েছেন।
And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏 pic.twitter.com/0BDSogBM1n— Virat Kohli (@imVkohli) August 27, 2020
বিরাট এই বছর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি পিতৃত্ব গ্রহণ করবেন। এর আগে, ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তাঁর পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছিলেন।