মেয়াদ বাড়ল লকডাউনের, সমাজবিধি মেনেই ঘুরবে লোকাল ট্রেন ও মেট্রোর চাকা

মেয়াদ বাড়ল লকডাউনের, সমাজবিধি মেনেই ঘুরবে লোকাল ট্রেন ও মেট্রোর চাকা


অম্লিতা দাস : লকডাউনের মেয়াদ বেড়ে হল ২০শে সেপ্টেম্বর পর্যন্ত। পূর্ণ লকডাউন থাকবে সেপ্টেম্বরের  ৭,১১,১২তারিখ।নবান্ন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,২০শে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়বে লকডাউনের,তবে আগষ্ট মাসের মতোই এই মাসেও সপ্তাহের কিছুদিন চলবে পূর্ণ লকডাউন। আগস্ট মাসে প্রতি সপ্তাহে লকডাউন রাখা সম্ভব না হলেও এই মাসে তা কার্যকর করা হবে। সম্পূর্ণভাবে লকডাউন থাকবে ৭,১১,১২তারিখ।২০শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধই রাখা হবে।পরবর্তী অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরো জানান যে সামাজিক দূরত্ব মেনে সেপ্টেম্বর থেকে চালু হতে পারে লোকাল ট্রেন আর মেট্রো।তবে মেনে চলতে হবে বিধিনিয়ম।লোকাল ট্রেনের সংখ্যা হবে এক চতুর্থাংশ।স্টেশনে সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।সাধারণ তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার কাউকে ট্রেনে উঠতে দেওয়া হবেনা।একটা কামরায় থাকবে ৫০জন যাত্রী।মুখ্যমন্ত্রী জানিয়েছেন সামাজিক দূরত্ব ও নিয়ম মেনে চলতে পারলে মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে।

আরও পড়ুন--

দিল্লি, মুম্বই, পুণে, সুরাট নাগপুর ও আহমেদাবাদ এই ৬টি শহরের থেকে রাজ্যে বিমান চলাচল নিষিদ্ধ ছিল।সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়।১লা সেপ্টেম্বর থেকে বিমান চলতে পারে সপ্তাহে ৩দিন। আগে যদিও রাজ্যই বিমান পরিষেবার বিরুদ্ধে ছিল যেহেতু এর মাধ্যমেই করোনা আক্রান্তরের সংখ্যার বৃদ্ধি ঘটেছিল।তবে সংক্রমণ প্রবণ এলাকা থেকে রাজ্যে যাতে বিমান না আসে তা নিয়েও আবেদন জানানো হয়েছে কেন্দ্রকে।এ ছাড়াও লকডাউনের দিন গুলোয় বন্ধ থাকবে এইসব পরিষেবা।

১লা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত জেইই ও নিট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেরও বিরুদ্ধে বলেন তিনি। তিনি জানান, জীবন দিয়ে পরীক্ষা নয়,পরীক্ষার্থীরা আসবে বিভিন্ন রাজ্য থেকে ফলে সংক্রমণের আশঙ্কা প্রবল।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post