অম্লিতা দাস : ভগ্নদশায় মহারাষ্ট্রের পাঁচতলা বাড়ি।জেলাশাসক সূত্রে খবর মৃত ২ এবং আটক আছেন ১৮জন। সোমবার সন্ধ্যে ৬টা ৫০মিনিট নাগাদ রায়গড় জেলার কাজলপুর এলাকায় পাঁচতলা বিল্ডিংটি ভেঙে পড়ে।বিল্ডিংটি ভেঙ্গে পড়ায় অসংখ্য মানুষ তার তলায় চাপা পড়ে।সেইদিন রাতেই উদ্ধারকাজে পৌঁছে যায় এনডিআরএফের জওয়ানরা।মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি ঠাকরেও ঘটনাস্থলে পৌঁছান।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী টুইটারে শোকবার্তাও জানিয়েছেন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ৬০জনের বেশি মানুষ উদ্ধার করলেও আটক এখনো ১৮।মন্ত্রী অদিতি ঠাকরে জানিয়েছেন,"বেশ কিছু আহতকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে"।ঘটনাটিকে মর্মান্তিক বলে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা জানিয়েছেন।
বিল্ডিংয়ে ছিল ৪৫টি ফ্ল্যাট।মোট সদস্য সংখ্যা ৮০প্রায়।১০বছরের এই বহুতলটি ঠিক কি কারণে ভাঙলো তা জানা না গেলেও প্রাথমিকভাবে বলা হচ্ছে।একটানা বৃষ্টির প্রভাবেই এই ফলাফল।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ৬০জনের বেশি মানুষ উদ্ধার করলেও আটক এখনো ১৮।মন্ত্রী অদিতি ঠাকরে জানিয়েছেন,"বেশ কিছু আহতকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে"।ঘটনাটিকে মর্মান্তিক বলে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা জানিয়েছেন।
বিল্ডিংয়ে ছিল ৪৫টি ফ্ল্যাট।মোট সদস্য সংখ্যা ৮০প্রায়।১০বছরের এই বহুতলটি ঠিক কি কারণে ভাঙলো তা জানা না গেলেও প্রাথমিকভাবে বলা হচ্ছে।একটানা বৃষ্টির প্রভাবেই এই ফলাফল।