ফের প্রকাশ্যে যোগীরাজ্যে খুন হলেন আরও এক সাংবাদিক

ফের প্রকাশ্যে যোগীরাজ্যে খুন হলেন আরও এক সাংবাদিক

সার্বভৌম সমাচার : গত মাসেই যোগীরাজ্যে সাংবাদিক বিক্রম যোশি হত্যা নিয়ে তুলকালাম হয় উত্তর প্রদেশে। একদল দুষ্কৃতীর হাত থেকে ভাইঝিকে বাঁচাতে গিয়ে গাজিয়াবাদের কাছে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলির শিকার হন ওই সাংবাদিক।

একদল দুষ্কৃতী তাঁর ভাইঝিকে উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন তিনি। তারই মাশুল গুণতে হয়েছিল তাঁকে। হাসপাতালে দু'দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মৃত্যু হয় বিত্রম যোশির।

সেই রেস কাটতে না কাটতেই আরও একবার যোগীরাজ্যে সাংবাদিক হত্যা। সোমবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় রতন সিং (৪৫) নামে সাংবাদিককে গুলি করে মারল দুষ্কৃতীরা। একটি হিন্দি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন রতন সিং।



আরও পড়ুন--

পুলিশ সূত্রে খবর, বালিয়ার ফেফানা অঞ্চলে সোমবার রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে রতন সিংকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থালেই মৃত্যু হয় তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই অই সাংবাদিককে খুন করা হয়েছে।

সংবাদমাধ্যমকে পুলিশ সুপার দেবেন্দ্র নাথ বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়িই আমরা অপরাধীকে খুঁজে বের করব।" এখনও পর্যন্ত ৩ জন গ্রেফতার করেছে পুলিশ।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post