সাত বছর পূর্ণ হল রাজ চক্রবর্তী পরিচালিত 'প্রলয়'

সাত বছর পূর্ণ হল রাজ চক্রবর্তী পরিচালিত 'প্রলয়'


সার্বভৌম সমাচার :  এক দশক আগে উত্তর চব্বিশ পরগণার সুটিয়া গ্রামে পর পর ৩৩ টি ধর্ষণ হয়। এরই বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন হতে হয়েছিল শিক্ষক বরুণ বিশ্বাসকে।

এই ঘটনাকেই কেন্দ্র করে ২০১৩ সালে পরিচালক রাজ চক্রবর্তী তৈরি করেন এক সিনেমা। সিনেমার নাম রাখেছিলেন ‘প্রলয়’৷ আজ সেটি পূর্ণ সাত বছর। সিনেমার প্রথম দিকে সেভাবে প্রশংসা না পেলেও, পরবর্তীকালে এই সিনেমা অনেক প্রশংসা পেয়েছিল।

সিনেমাতে অভিনয় করেছিলেন সুধীর বন্দোপাধ্যায়, সাস্বত চ্যাটার্জী, পরমব্রত চক্রবর্তী, মিমি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ ঈষিতা চক্রবর্তী, অশ্বিতা ঘোষ সহ একাধিক অভিনেতা। তবে এবার পরিচালক রাজ চক্রবর্তী করতে চলেছে আরেকটি রাজনৈতিক সিনেমা 'প্রলয় আসছে'।

আরও পড়ুন--

তবে পরিচালক তার ছবিতে ‘বরুণ বিশ্বাস’ চরিত্র হিসেবে কার প্রতি আস্থা রাখতে পারবেন সেইটাই ভাবছিলেন! এবার সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং রাজ৷ পরিচালক জানান, ‘আবিরই এই ছবির বরুণ বিশ্বাস৷’ এর আগে ছোটপর্দায় তিনি তৈরি করেছেন ‘প্রলয় আসছে৷’ সেখানেও আবিরই ছিলেন সিআইডি অফিসার অনিকেত সোম৷ কিন্তু বড় পর্দার ‘প্রলয়’ কি এই ‘প্রলয় আসছে’-র পরবর্তী পর্যায়? টলিপাড়ায় এই নিয়েই বিভিন্ন প্রশ্ন উঠে আসছে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post