কলকাতার বহুতলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১০টি ইঞ্জিন

কলকাতার বহুতলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১০টি ইঞ্জিন


সায়ন ঘোষ : কলকাতার বহুতলে ফের ভয়াবহ আগুন। অগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ১০ টি ইঞ্জিন। সোমবার বিকেল পাঁচটা নাগাদ পোলক স্ট্রিটের এক বহুতল ভবনে আগুন ধরে যায়।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, অজানা কারন বসত ছ-তলা বিল্ডিংয়ের কয়েকটি অফিসে আগুন লাগে এদিন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কমপক্ষে ১০টি দমকলের ইঞ্জিন এর সহোযোগিতায় আগুন নেভানো হয়।



আরও পড়ুন--

ঘটনাটি সবার প্রথম স্থানীয়রাই লক্ষ্য করেন। তারপরই স্থানীয়রা খবর দেন দমকলে। ঘটনা স্থলে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। দমকল অধিকর্তা জানান, দমকলবাহিনীর সহোযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। অফিসে আটকে থাকা স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করেন দমকল বাহিনী।

স্থানীয়দের দাবি, দোতলায় এবং তিনতলায় বেশ কয়েকজন অফিস কর্মী আটকে পড়েন। অত্যধিক আগুনের কারণে কেউই সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন না। পুলিশ এবং দমকল এর একান্ত সহোযোগিতায় উদ্ধার করা হয় তাদের। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। 

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post