আমফান ঝড়ে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের

আমফান ঝড়ে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের

চিফ রিপোর্টার : আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকা প্রাপ্তির আবদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত শুক্রবার। বাগদা বিডিও অফিস প্রাঙ্গণে ব্লকের ৯টা গ্রাম পঞ্চায়েত থেকে আসা হাজার হাজার মানুষ মহামারী করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণের ভয়াবহতা কথা ভুলে, সামাজিক দুরত্ব বজায় রাখার চিন্তা ভাবনা শিকেই তুলে জমা করেছে আমফান ঝড়ে ক্ষতিপূরণের টাকা প্রাপ্তির আবেদন।

তার পরেও ব্লকের বিভিন্ন এলাকার বহু মানুষ নাকি সরকার ঘোষিত ওই দুই দিনে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে আবেদন পত্র জমা করতে ব্যর্থ হয়েছিল। তারা আজ সকালে বিডিও অফিসে এসেছিল নতুন করে আম্ফান ঝড়ে ক্ষতিপূরনের আবেদনপত্র জমা করতে। কিন্তু যেহেতু আজকে ওই আবেদন পত্র জমা নেওয়ার কোন পূর্ব ঘোষণা ছিল না সেহেতু বিডিও সাহেব তা জমা নেননি।


আরও পড়ুন--

ভুল খবরের ভিত্তিতে বিডিও অফিসের সামনে আসা হাজার দুয়েক সাধারণ মানুষ ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদের মধ্যে কিছু লোক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও শ্লোগান দিতে শুরু করে। দাবী করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করারও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ভেবে খবর যায় পুলিশে।

বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় বিক্ষোভকারীরা। তবে আজও মহামারী করোনার ভয়াবহতা ভুলে, সামাজিক দুরত্ব বজায় রাখার চিন্তা ভাবনা শিকেই তুলে হাজার দু'য়েক মানুষ একত্রিত হয়েছিল বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে মেইন গেটে। কোথায় ঘাতক ব্যাধি করোনা ? কিসের সামাজিক দুরত্ব ? এসব ভূলে গিয়েছিল আজও এলাকার আবাল-বৃদ্ধ-বনিতারা।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post