অম্লিতা দাস : পরের মাস থেকে ফের স্কুল শুরুর চিন্তায় কেন্দ্র।সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ধাপে ধাপে খুলতে পারে স্কুল-কলেজ।
করোনা ভাইরাস ভারতবর্ষে প্রবেশের সাথে সাথেই বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।এই শিক্ষাপ্রতিস্থানগুলি পুনরায় শুরু করার চিন্তায় কেন্দ্র।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যগুলির হাতেই থাকবে।করোনা সংক্রমণে পঠনপাঠন, ভরসা সুইজারল্যান্ড মডেল তবে কী এই সুইজারল্যান্ড মডেল?মহামারির আবহের কারণে "আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ড"-এর ক্যাম্পাসে ঘরবন্দী পড়ুয়াদের নিয়ে সকলকে অবাক করে তুলেছিল সুইজারল্যান্ড। তবে ভারত এই বিষয় কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেই আসছে।
করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনো আমাদের হাতে নেই ফলে সামাজিক দূরত্ববিধি, মাস্ক,স্যানিটাইজারই সঙ্গী। বেশ কিছু নিয়ম পালনের মধ্যে দিয়েই চলবে পঠনপাঠন।ক্লাস শুরুর প্রাথমিক পর্যায়ে দশম,একাদশ,দ্বাদশ শ্রেণীর ক্লাস নেওয়া শুরু হবে।এক-একটি ক্লাসের প্রতিটি সেকশন বা বিভাগকে ভাগ করে দেওয়া হবে।সামাজিক দূরত্বের সাথে দুটি শিফটে ভাগ করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন--
প্রথম শিফট চলবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত। মাঝে ১ঘন্টার সময়ে পুরো স্কুলকে স্যানিটাইজ করা হবে।এই পদ্ধতি সফল হলে তবেই ষষ্ঠ থেকে নবম শ্রেনীর ক্লাস শুরুর পথে এগোনো হবে।প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস শুরুর ভাবনা এখনো স্থগিত রয়েছে।
তবে পরিস্থিতি যদি উন্নত হয় তবে ৫ই সেপ্টেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে একদিন অন্তরভাবে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই তিনি জানিয়েছেন। হরিয়ানা, কর্ণাটক, কেরল, অসম, বিহার, রাজস্থান, লাদেখের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আগস্টের শেষ অথবা সেপ্টেম্বর মাস থেকে স্কুল খোলার ব্যাপারে সায় দিয়েছে বলে খবর।কেন্দ্র নীতি বা পরামর্শ দিতে পারে, সিদ্ধান্ত নেবে রাজ্য।
আরও দেখুন--