সার্বভৌম সমাচার, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তৃণমূল যুব নেতারা এলাকায় সেচ বিভাগের জমিতে নির্মিত একটি পার্টি অফিস বিক্রি করার অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের একটি অঞ্চল কমিটির সভাপতি।
ওই এলাকার যুব নেতারা গত সপ্তাহে ব্লক সভাপতি অসিত বন্দোপাধ্যায়ের কাছে অঞ্চল কমিটির সভাপতি মানব কুমার সামন্তের বিরুদ্ধে দলীয় কার্যালয় বিক্রির অভিযোগ করেছেন। যিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিও ছিলেন। যদিও তার মন্তব্য, ওই অফিসটি তাঁর "ব্যক্তিগত সম্পত্তি" ছিল।
অন্যদিকে গোকুলনগরের তৃণমূল যুব কর্মীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় তারা দেখতে পান এক হাজার স্কোয়ার ফিট একতলা অফিস থেকে সমস্ত পার্টির ব্যানার খোলা হচ্ছে। কেন জানতে চাইলে তাদের জানানো হয় যে বিল্ডিংটি ব্যবসায়ী শেখ রাজা ৮.৩ লক্ষ টাকায় কিনেছেন।
আরও পড়ুন--
যুবনেতা সাইয়াদ আসলাম বলেছেন, এই অফিস দু’বছর আগে সেচ বিভাগের জমিতে নির্মিত হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ছিল এটি দলের নির্বাচনের অফিস। এখন সামন্ত তার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে এটিকে বিক্রি করে দিয়েছে।
আসলাম আরও বলেছেন, "সামন্তের কাছে কেবল ভবনের চাবি ছিল। তিনি আমাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বেশ কয়েকজন যুব নেতা ব্লক সভাপতি অসিত বন্দোপাধ্যায়কে অঞ্চল কমিটির সভাপতি মানব কুমার সামন্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অঞ্চল কমিটির সভাপতি মানব কুমার সামন্ত জানিয়েছেন,“আমি এই ভবনটি নির্মাণ করেছি। আমি হয়তো দলকে এটি ব্যবহার করার অনুমতি দিয়েছি, তবে এটি আমার সম্পত্তি ছিল।
অঞ্চল কমিটির সভাপতি মানব কুমার সামন্ত আরও বলেছেন, অতীতেও সেচ বিভাগের জমিতে বেশ কয়েকটি বেসরকারী বাড়িঘর নির্মিত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের মালিকানাধীন জমিতে দলীয় কার্যালয় গড়ে তোলার জন্য কেন সেচ বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এব্যাপারে নির্বাহী বিভাগের আধিকারিক অনির্বাণ ভট্টাচার্য বলেছেন, তিনি বিষয়টি তদন্ত করবেন।
তৃণমূলের ব্লক সভাপতি অসিত বন্দোপাধ্যায় সোমবার বলেন, তিনি দলের যুবক কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন এবং অভিযোগগুলি খতিয়ে দেখবেন। এই বিষয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক ডাকা হবে। আমরা সম্পত্তি সম্পর্কিত আইনী বিবরণ খতিয়ে দেখছি।
আরও দেখুন--
Tags- #Bongaon
#Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma
Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #Allegations of selling party offices are against the president of the Trinamool regional committee #Trinamool Congress #TMC