সার্বভৌম সমাচার : বিএসএফের ১১৭ ব্যাটালিয়নের একটি টহলকারী দল সোমবার সকালে মুর্শিদাবাদের বামনাবাদে চোরাকারবারীদের কাছ থেকে ২.৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ কেজি ইলিশ আটক করেছে বলে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন।
সূত্রে খবর, গত দুই মাস ধরে বাংলায় ইলিশ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে সীমান্ত রক্ষাবাহিনী এবং ইতিমধ্যে এর দক্ষিণবঙ্গ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে প্রায় এক হাজার কেজি মাছ ধরে।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি (জি) গুলেরিয়া বলেন, “আমাদের সেনাবাহিনী একটি ভারতীয় কৃষককে তার যান্ত্রিক নৌকো পরীক্ষা করার সময় লক্ষ্য করেছিল। পাট গাছের নিচে নৌকায় মাছ লুকিয়ে রেখেছে।”
এ মাসের শুরুতে উপকূলীয় বাংলায় প্রায় ৮০০ ট্রলার ইলিশ ধরার উদ্দেশ্যে যাত্রা করেছিল তবে প্রায় সব শূন্য হাতেই ফিরে আসে। উপযুক্ত ইলিশ ধরা পড়েছে এমন পরিমাণ মাত্র ২৫ শতাংশ। ফলে বাজারে বিশাল চাহিদা তৈরি করেছে এবং পাচারকারীদের ঘাটটি কাজে লাগানোর সুযোগ এসেছে।
গত ৫ আগস্ট বিএসএফ পেট্রাপোল থেকে ১২৬ কেজি ইলিশ আটক করে। গত ২১ আগস্ট পাট বান্ডিলের ভিতরে লুকিয়ে থাকা পলিথিনে প্যাক থেকে ৬০০ কেজি ইলিশ উদ্ধার করে বিএসএফ।
২০১২ সালে বাংলাদেশ সরকার ব্যবসায়িক সংঘের দাবী মেনে “দাম নিয়ন্ত্রণ” ব্যবস্থার কারণে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ করেছিল। কিন্তু গত বছর শেখ হাসিনার সরকার দুর্গাপূজা উপহার হিসাবে নিষেধাজ্ঞার কিছুটা ব্যতিক্রম করেছিল। সেসময় বাংলাদেশ সরকার ভারতে ৫’শ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল।
আরও দেখুন--
সূত্রে খবর, গত দুই মাস ধরে বাংলায় ইলিশ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে সীমান্ত রক্ষাবাহিনী এবং ইতিমধ্যে এর দক্ষিণবঙ্গ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে প্রায় এক হাজার কেজি মাছ ধরে।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি (জি) গুলেরিয়া বলেন, “আমাদের সেনাবাহিনী একটি ভারতীয় কৃষককে তার যান্ত্রিক নৌকো পরীক্ষা করার সময় লক্ষ্য করেছিল। পাট গাছের নিচে নৌকায় মাছ লুকিয়ে রেখেছে।”
আরও পড়ুন--
এ মাসের শুরুতে উপকূলীয় বাংলায় প্রায় ৮০০ ট্রলার ইলিশ ধরার উদ্দেশ্যে যাত্রা করেছিল তবে প্রায় সব শূন্য হাতেই ফিরে আসে। উপযুক্ত ইলিশ ধরা পড়েছে এমন পরিমাণ মাত্র ২৫ শতাংশ। ফলে বাজারে বিশাল চাহিদা তৈরি করেছে এবং পাচারকারীদের ঘাটটি কাজে লাগানোর সুযোগ এসেছে।
গত ৫ আগস্ট বিএসএফ পেট্রাপোল থেকে ১২৬ কেজি ইলিশ আটক করে। গত ২১ আগস্ট পাট বান্ডিলের ভিতরে লুকিয়ে থাকা পলিথিনে প্যাক থেকে ৬০০ কেজি ইলিশ উদ্ধার করে বিএসএফ।
২০১২ সালে বাংলাদেশ সরকার ব্যবসায়িক সংঘের দাবী মেনে “দাম নিয়ন্ত্রণ” ব্যবস্থার কারণে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ করেছিল। কিন্তু গত বছর শেখ হাসিনার সরকার দুর্গাপূজা উপহার হিসাবে নিষেধাজ্ঞার কিছুটা ব্যতিক্রম করেছিল। সেসময় বাংলাদেশ সরকার ভারতে ৫’শ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল।
আরও দেখুন--