পিয়ালি মণ্ডল : ১ সেপ্টেম্বর দুর্যোগ পরিচালনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ-পশ্চিম সাতটি জেলাকে বুধবার থেকে রবিবারের মধ্যে উপকূলীয় অঞ্চলে দ্বি-তলা বিল্ডিংয়ের উচ্চতার সমান প্রায় ১৯ ফুট উচ্চতর ঢেউ আসতে পারে এমনই সতর্ক করেছিল। আর সেই কারনেই প্রশাসন পর্যটকদের সমুদ্রের দিকে 6 সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করেছিল।
৩১ মে আনলক-১ টি চালু হওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলের রিসর্টগুলিতে পর্যটকরা ভিড় করছেন। ১৫ আগস্টের পর থেকে ভিড় আরও বেড়েছে।
যেহেতু উচ্চ জোয়ার সাধারণত পূর্ণিমা এবং অমাবস্যার রাতে দেখা যায়। তাই পূর্ণিমার কারণে সাপ্তাহিক ছুটিতে উপকূলীয় অঞ্চলে বড় ধরণের ঢেউ আসতে পারে বলে প্রশাসন সতর্কতা জারি করেছে।
স্থানীয় রামনগর-২ বিডিও বিষ্ণুপদ রায় বলেছেন- “রাজ্য বিপর্যয় পরিচালন বিভাগ আমাদের সতর্ক করেছে যে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র মোটামুটি উত্তাল থাকবে বলে আশা করা হচ্ছে। সাপ্তাহিক ছুটিতে সমুদ্রের রিসর্টগুলিতে পর্যটকদের ভিড় বেড়ে যায়। তাই প্রাণহানি এড়াতে আমরা সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে স্নানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। আমরা পর্যটকদের সমুদ্রের দিকে ঝুঁকির ঝুঁকি থেকে সতর্ক করার জন্য একটি প্রচারণাও চালিয়ে যাচ্ছি।”
দিঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণেন্দু প্রধান বলেছেন, “প্রতি বর্ষায় কমপক্ষে ২৫-৩০ জন দুঃসাহসী পর্যটকরা উত্তাল সমুদ্রের দিকে গিয়ে অহেতুক বিপর্যয় ডেকে আনেন। এ বছরে ইতিমধ্যেই তাজপুরে এক জনের মৃত্যু হয়েছে। আমরা অহেতুক প্রাণহানির ক্ষতি চাই না।”। তিনি আরও বলেন, দিঘা ধীরে ধীরে অস্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণে প্রশাসন নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত যত্নবান হয়েছে।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেছেন, “আগস্টের মাঝামাঝি থেকে পর্যটকদের ভিড়ের কারণে সমস্ত হোটেল প্রস্তুত হয়ে থাকে। আনলক ৪ ঘোষণার পর থেকে যেহেতু রুটে আরও বেশি বাস চলছে, তাই আমরা এই সপ্তাহান্তে একটি ভিড় আশা করেছি। মানুষ উত্তাল সমুদ্রকে ভালবাসে। সমুদ্র তটে যতদূর যায়, এই সপ্তাহান্তে তার আলাদা হবে না। লকডাউনের কারণে আমরা যে পরিস্থিতি ভোগ করেছি আমরা তার বেশিরভাগ পরিস্থিতি তৈরি করতে চাই। তবে আমরা চাই মানুষেরা নিরাপদে থাকুক।”
সমুদ্রের তীরে এক পর্যটক বলেন, “আমরা একটি উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। তবে আমাদের নিরাপদ থাকা দরকার। খুব বেশি ট্র্যাজেডিতে অ্যাডভেঞ্চারের অবসান হতে পারে।"
সুরজিৎ বাঘ জানিয়েছেন, মৎস্যজীবীদের উত্তাল সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। এছাড়াও প্রশাসন সমুদ্রের নিকটবর্তী নিচু অঞ্চল থেকে মানুষকে সরিয়েও নিচ্ছে।
আরও দেখুন--
৩১ মে আনলক-১ টি চালু হওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলের রিসর্টগুলিতে পর্যটকরা ভিড় করছেন। ১৫ আগস্টের পর থেকে ভিড় আরও বেড়েছে।
যেহেতু উচ্চ জোয়ার সাধারণত পূর্ণিমা এবং অমাবস্যার রাতে দেখা যায়। তাই পূর্ণিমার কারণে সাপ্তাহিক ছুটিতে উপকূলীয় অঞ্চলে বড় ধরণের ঢেউ আসতে পারে বলে প্রশাসন সতর্কতা জারি করেছে।
স্থানীয় রামনগর-২ বিডিও বিষ্ণুপদ রায় বলেছেন- “রাজ্য বিপর্যয় পরিচালন বিভাগ আমাদের সতর্ক করেছে যে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র মোটামুটি উত্তাল থাকবে বলে আশা করা হচ্ছে। সাপ্তাহিক ছুটিতে সমুদ্রের রিসর্টগুলিতে পর্যটকদের ভিড় বেড়ে যায়। তাই প্রাণহানি এড়াতে আমরা সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে স্নানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। আমরা পর্যটকদের সমুদ্রের দিকে ঝুঁকির ঝুঁকি থেকে সতর্ক করার জন্য একটি প্রচারণাও চালিয়ে যাচ্ছি।”
আরও পড়ুন--
দিঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণেন্দু প্রধান বলেছেন, “প্রতি বর্ষায় কমপক্ষে ২৫-৩০ জন দুঃসাহসী পর্যটকরা উত্তাল সমুদ্রের দিকে গিয়ে অহেতুক বিপর্যয় ডেকে আনেন। এ বছরে ইতিমধ্যেই তাজপুরে এক জনের মৃত্যু হয়েছে। আমরা অহেতুক প্রাণহানির ক্ষতি চাই না।”। তিনি আরও বলেন, দিঘা ধীরে ধীরে অস্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণে প্রশাসন নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত যত্নবান হয়েছে।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেছেন, “আগস্টের মাঝামাঝি থেকে পর্যটকদের ভিড়ের কারণে সমস্ত হোটেল প্রস্তুত হয়ে থাকে। আনলক ৪ ঘোষণার পর থেকে যেহেতু রুটে আরও বেশি বাস চলছে, তাই আমরা এই সপ্তাহান্তে একটি ভিড় আশা করেছি। মানুষ উত্তাল সমুদ্রকে ভালবাসে। সমুদ্র তটে যতদূর যায়, এই সপ্তাহান্তে তার আলাদা হবে না। লকডাউনের কারণে আমরা যে পরিস্থিতি ভোগ করেছি আমরা তার বেশিরভাগ পরিস্থিতি তৈরি করতে চাই। তবে আমরা চাই মানুষেরা নিরাপদে থাকুক।”
সমুদ্রের তীরে এক পর্যটক বলেন, “আমরা একটি উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। তবে আমাদের নিরাপদ থাকা দরকার। খুব বেশি ট্র্যাজেডিতে অ্যাডভেঞ্চারের অবসান হতে পারে।"
সুরজিৎ বাঘ জানিয়েছেন, মৎস্যজীবীদের উত্তাল সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। এছাড়াও প্রশাসন সমুদ্রের নিকটবর্তী নিচু অঞ্চল থেকে মানুষকে সরিয়েও নিচ্ছে।
আরও দেখুন--
Tags- #Bongaon
#Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma
Samacar #Bongaon News #Today News #Today Bongaon News # Digha Sea #Digha Sea May be Rough