বাদ যাবেনা ইস্টবেঙ্গল, আইএসএলে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকেই

বাদ যাবেনা ইস্টবেঙ্গল, আইএসএলে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকেই

অম্লিতা দাস : লাল হলুদের ঝড় ফিরল আইএসএলে।জানা যাচ্ছে,নতুন ক্রেতা নিয়ে খুব তাড়াতাড়ি সব সময়ের প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল।সূত্রের খবর,হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ক্রেতা হিসেবে পেয়ে গিয়েছে এই বছরই ইস্টবেঙ্গল।তাই আইএসএলে দেখা যাবে তাঁদের।

মেগা টুর্নামেন্টে আগে থেকেই ছিল মোহনবাগান।এবার ইস্টবেঙ্গলও আসতে চলেছে।ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বিরোধিতায় দর্শকদের মধ্যে আবার দেখা যাবে সেই আবেগ ও উন্মদনা।টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)।তার কর্তৃপক্ষ আগেই দশ দলকে নিয়ে বৈঠক করে জানিয়ে দিয়েছিল এ বারের টুর্নামেন্টে বাড়ানো হবে না দলের সংখ্যা।

আরও পড়ুন--

ফলে একশো বছর পেরোনো ইস্টবেঙ্গলের খেলা হবে না বলেই সিদ্ধান্ত জানিয়েছিলেন তাঁরা।তারপর থেকেই ক্ষোভ হতাশায় ফেটে পড়ে ইস্টবেঙ্গল সমর্থকরা।সেইদিকে সচেষ্ট হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার অনুরোধেই ইস্টবেঙ্গলের জন্য লগ্নিকারী সংস্থা খোঁজার দিকে সচেষ্ট হন মুকেশ-নীতা অম্বানিরা এবং নানান কথাবার্তার শেষে বাংলার সংস্থা শ্রী সিমেন্টের সাথে  চুক্তি পাকা হয় ইস্টবেঙ্গলের।

দর্শকদের আবেগের কথা মাথায় রেখে লাল হলুদের লোগো মশাল সবই থাকবে পরিবর্তন করা হবেনা।এখানে ৮০ শতাংশ শেয়ার থাকবে শ্রী সিমেন্টের আর বাকি ২০ শতাংশ থাকবে ক্লাবের হাতে।কিছুদিনের মধ্যেই সরকারি ভাবে ক্রেতার কথা জানিয়ে দেবে ইস্টবেঙ্গল।ইস্টবেঙ্গল-মোহনবাগানের এই প্রতিদ্বন্দ্বীতা দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।

আরও দেখুন--


Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #East Bengal, #Mohonbagan

Post a Comment

Previous Post Next Post