ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত নেইমার

ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত নেইমার

অম্লিতা দাস : করোনায় আক্রান্ত ব্রাজিল তারকা ফুটবলার নেইমার।বুধবার ফ্রান্সের এক সংবাদমাধ্যমে থেকে এই তথ্য পাওয়া যায়।

চ্যাম্পিয়নস লিগের পরাজয়ের পর দলের সাথে ছুটি কাটাতে ইবিজায় যান তিনি।দলের আরো দুজনের করোনা আক্রান্তের কথাও জানা গেছিল।তৃতীয়জনের করোনা পজিটিভে এলো নেইমার।নেইমারের সাথেই ছুটি কাটানোর জন্য যাওয়া ও একই দলের সদস্য লিও প্যারাডেস ও অ্যাঞ্জেল ডি মরিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন

আরও পড়ুন--

গত ৩১শে আগস্ট পিএসজি টুইটারের টুইটে দলের দুজন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়।ফরাসী দৈনিক সংবাদপত্র লেকুইপ দাবি করেন ওই দুই ফুটবলার হলেন লিও প্যারাডেস ও অ্যাঞ্জেল ডি মরিয়া।দলের বাকি সদস্যদের কোয়ারান্টিনে রাখা হয়েছে।বাকি সদস্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এই বছর চ্যাম্পিয়নস লিগে এই পিএসজি দলকে প্রথমবার ফাইনালে দেখা গিয়েছিল।যদিও ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের সামনে পরাজয় নিয়ে আসে তাঁরা।তারপরের ছুটি কাটানোয় এই ফল।সেপ্টেম্বরের ১১ তারিখ ফ্রেঞ্চ লিগে প্রথম ম্যাচ আছে পিএসজির।তাই নিয়েই বেশ চিন্তিত দল।

আরও দেখুন--



Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #WhatsApp-BJP alliance release #Rahul Gandhi attacks #Modi government on Facebook again

Post a Comment

Previous Post Next Post