ফের টার্গেট মদন মিত্র; স্টিং অপারেশনের চেষ্টা করতে গিয়ে ধরা পরল ৩ যুবক

ফের টার্গেট মদন মিত্র; স্টিং অপারেশনের চেষ্টা করতে গিয়ে ধরা পরল ৩ যুবক

সার্বভৌম সমাচার : আবারও টার্গেট হলেন মদন মিত্র। শুক্রবার বালিগঞ্জ প্লেসের একটি অটোমোবাইল ক্লাবের প্রেসিডেন্টের রুমে ঢুকে ৩ যুবক মদন মিত্রের উপর স্টিং অপারেশন করার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, এই তিন যুবকের মধ্যে একজন প্রেসিডেন্সির ছাত্র।

শুক্রবার রাতেই ওই তিন যুবককে গ্রেফতার করে বালিগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখার্জি। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।



আরও পড়ুন--

এরপর এদিন রাতেই অভিযুক্তদের পরিবারের সদস্যরা মদন মিত্রের সাথে দেখা করেন এবং তার কাছে ক্ষমাপ্রার্থনাও জানান তাঁরা। বাজেয়াপ্ত করা হয়েছে ওই যুবকদের মোবাইল।

শোনা গিয়েছে, যুবকদের কাছে খবর ছিল মদনবাবু কোন সময়ে ওইখানে যাবেন। এরপর তারা ক্লাবে ঢুকেই লুকানো মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে। বিষয়টি নজরে আসতেই তাদের ধরে পুলিশে দেওয়া হয়। তবে আপাতভাবে মনে করা হচ্ছে ব্ল্যাকমেল করার পরিকল্পনা ছিল যুবকদের। আবার অন্য একটি সূত্র জানাচ্ছে রাজনৈতিকভাবে তাঁকে বিপদে ফেলতেই এই স্টিং অপারেশনের পরিকল্পনা করেছিল যুবকেরা।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post