রাজ্যে একই মাসে পরীক্ষা ও ফলাফল

রাজ্যে একই মাসে পরীক্ষা ও ফলাফল

অম্লিতা দাস : অক্টোবরেই পরীক্ষা ও ফলাফল।রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ১ থেকে ১৮তারিখের মধ্যেই হবে স্নাতক ও স্নাতকোত্তরদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আর যার ফলপ্রকাশ হবে ৩১শে অক্টোবরের মধ্যেই।সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে  উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে এইরুপ সিদ্ধান্ত গ্রহন।

করোনা আবহের মধ্যে সেপ্টেম্বরে হবেনা কোনো পরীক্ষা তবে তা হবে ১৫ই অক্টোবরের মধ্যেই।এইদিনের বৈঠকে ম্যাকাউট ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানায় তাঁরা নিয়ম মেনে ফল প্রকাশ করায় কোনো নতুন পরীক্ষা নেবেন না।প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করেছেন

উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর অনেক বিশ্ববিদ্যালয়েই ২০ শতাংশ নম্বরের ওপর পরীক্ষা নিয়েছিল তাই পরীক্ষা ৮০ শতাংশের ওপরে হতে পারে।সোমবারের উপাচার্য ও শিক্ষামন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষা অনলাইন হবে না অফলাইন তা নির্ধারণ করবেন সেই বিশ্ববিদ্যালয়গুলোই।ইউজিসির এই নির্দেশিকায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার পরীক্ষা নিয়ে কিছু বলা হয়নি।তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের নতুন করে পরীক্ষা দিতে হবেনা বলেই জানা যাচ্ছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, ‘‘আমরা ৮০ শতাংশ নম্বরের পরীক্ষা নেব। প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ছাত্রবন্ধু অ্যাপে দেওয়া হবে। পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর লিখে ই-মেল করবে অথবা অ্যাপেও আপলোড করে দিতে পারবে।’’ তিনি আরো জানান যাদের পক্ষে আপলোড করা সম্ভব হবেনা তারা নিকটবর্তী কলেজে তাদের উত্তর জমা করবে যা সংগ্রহ করে নেওয়া হবে।


Post a Comment

Previous Post Next Post