অম্লিতা দাস : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার (৩১ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৪ বছর। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ তাঁর পুত্র অভিজিৎ মুখার্জি ঘোষণা করেন। প্রায় ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন তিনি।
৯ই আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।গত ১০ই আগস্ট স্নায়ুঘটিত সমস্যার জন্য হাসপাতালে যেতে তার করোনাও ধরা পড়ে।সেইদিনই তাঁর অপারেশনও হয়।ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যাও ছিল তাঁর।ফুসফুস সংক্রমণের জেরে তাঁর সেপটিক শক দেখা দেয় গতকাল।ভেন্টিলেটারে তিনি কোমাতে ছিলেন।
২০১৭ সালে রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান।অর্থমন্ত্রক,প্রতিরক্ষামন্ত্রক,বিদেশমন্ত্রক সামলেছিলেন তিনি তাঁর রাজনৈতিক জীবনে। ৫ বছর তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ২০০৮সালে পদ্মভূষণ পান তিনি।
অভিজিৎ মুখার্জি সোমবার টুইট করে জানান, “ভারী হৃদয়ের সাথে আপদেরকে জানাছি, যে আমার বাবা প্রণব মুখার্জি আর আর হাসপাতালের ডাক্তারদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও পরলোকগমন করেছেন আজ।''
৯ই আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।গত ১০ই আগস্ট স্নায়ুঘটিত সমস্যার জন্য হাসপাতালে যেতে তার করোনাও ধরা পড়ে।সেইদিনই তাঁর অপারেশনও হয়।ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যাও ছিল তাঁর।ফুসফুস সংক্রমণের জেরে তাঁর সেপটিক শক দেখা দেয় গতকাল।ভেন্টিলেটারে তিনি কোমাতে ছিলেন।
২০১৭ সালে রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান।অর্থমন্ত্রক,প্রতিরক্ষামন্ত্রক,বিদেশমন্ত্রক সামলেছিলেন তিনি তাঁর রাজনৈতিক জীবনে। ৫ বছর তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ২০০৮সালে পদ্মভূষণ পান তিনি।
অভিজিৎ মুখার্জি সোমবার টুইট করে জানান, “ভারী হৃদয়ের সাথে আপদেরকে জানাছি, যে আমার বাবা প্রণব মুখার্জি আর আর হাসপাতালের ডাক্তারদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও পরলোকগমন করেছেন আজ।''