অম্লিতা দাস : স্থিতাবস্থা ভঙ্গে ফের উদ্যত চীন।সীমান্ত নিয়ে সংঘাত এখনও অব্যহত।সেখানেই গত ২৯-৩০এ স্থিতাবস্থা ভঙ্গে আগ্রাসী রূপ ধরা পড়ল চীনের।
এই বছরেই এপ্রিল-মে নাগাদ সীমান্ত সংঘাত শুরু হয় ভারত ও চীনের মধ্যে যা ১৫ই জুনে চরম আকার ধারণ করে।গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর অনুপ্রবেশে রক্তারক্তি সংঘর্ষ বাঁধে।এই সংঘর্ষে ভারতের ২০জন সেনা মারা গেলেও বেজিং তাদের সেনার কোনো মৃতের কথা জানায়নি।তারপরেও দফায় দফায় মিটিং বসেছে দুই দেশের।
তবে গত ২৯-৩০শে চীন আক্রমণ হানে লাদাখ সীমান্তে।সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা যায় ভারতীয় জওয়ানদের সংঘর্ষে লিপ্ত করতে উস্কানি দেন চীনা বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক কর্নেল আমন আনন্দ জানান, ‘‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐকমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ অগস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা।’’চীনা বাহিনীর আক্রমণের কোথায় তিনি বলেন, ‘‘প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী। সেখানে নিজেদের অবস্থান মজবুত করা গিয়েছে। চিন একতরফা ভাবে পরিস্থিতি বদলানোর চেষ্টা করে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’’
প্যাংগং হ্রদের ধারে চীনের ঘাঁটি বানানোর থেকেই শুরু হয়েছিল অচলাবস্থা।বারবার বৈঠক হওয়া সত্ত্বেও কোনো সমাধান হয়নি।চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেন,আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান যদি নাই হয় তবে সামরিক উপায় অবলম্বন করতে হবে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #WhatsApp-BJP alliance release #Rahul Gandhi attacks #Modi government on Facebook again #Chaina
Tags:
দেশ ও বিদেশ