অম্লিতা দাস : রবিবার অনলাইনে আয়োজিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্মজয়ী হল ভারত এবং রাশিয়া।
ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হওয়ায় রাশিয়ার কাছে হেরে যায় ভারত।তবে কানেকশনের জন্য হেরে যাওয়ায় আবেদন জানায় ভারত।সেই আবেদনের স্বীকৃতি জানিয়ে ভারত ও রাশিয়াকে যুগ্মজয়ী বলে ঘোষণা করেন এফআইডিই।এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যরা ছিলেন ক্যাপ্টেন বিদিত গুজরাতি, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, কোনেরু হাম্পি, ডি হারিকা, নবীন প্রতিভাবান আর প্রজ্ঞাননন্দ, পেন্টালা হরিকৃষ্ণ, নিহাল সারিন ও দিব্যা দেশমুখ।অনলাইন ফরম্যাটের মধ্যে দিয়ে এই দাবা অলিম্পিয়াডের আয়োজন করে আন্তর্জাতিক দাবা সংগঠক সংস্থা এফআইডিই।
রবিবার অনলাইনে খেলা চলাকালীন হঠাৎই কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় নিহাল সারিন ও দিব্যা দেশমুখের।এই সময় রাশিয়ার সামনে তাঁদের বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায় যার ফলে জিততে পারেনা ভারত।প্রথম রাউন্ডে ৩-৩ স্কোরে ড্র হয়ে থাকে এবং পরবর্তীতে ইন্টারনেটের ব্যাঘাতে ভারতকে ৪.৫-১.৫ ফলাফলে হারায় রাশিয়া।
এফআইডিই যুগ্মভাবে ভারত ও রাশিয়াকে জয়ী বলে ঘোষণা করেন।জয়ের ফলে প্রচুর শুভেচ্ছাবার্তা পেতে থাকে ভারত এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতকে এই জয়ের কারণে শুভেচ্ছা জানায়।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #WhatsApp-BJP alliance release #Rahul Gandhi attacks #Modi government on Facebook again
Tags:
খেলার খবর