সিবিআইয়ের ডাক রিয়া ও সিদ্ধার্থের এর প্রতি,উঠে আসছে মোদির বায়োপিক নির্মাতার নামও

সিবিআইয়ের ডাক রিয়া ও সিদ্ধার্থের এর প্রতি,উঠে আসছে মোদির বায়োপিক নির্মাতার নামও

অম্লিতা দাস : তৃতীয়বার রিয়া চক্রবর্তীর ডাক পড়লো সিবিআই থেকে।রবিবার ৮ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে।ড্রাগ সম্পর্কিত প্রশ্নে তাকে বেশ ঘাবরাতেও দেখা যায়।

সুশান্ত মৃত্যুর তদন্তে অন্যতম একটি নাম রিয়া চক্রবর্তী।রবিবার সিবিআইয়ের ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদও চলে তার সাথে।রবিবার বেলা ১১টা নাগাদ পুলিশি প্রহরায় ডিআরডিও গেস্ট হাউজে পৌঁছন রিয়া।রিয়া ছাড়াও ডাক পরে সিদ্ধার্থ পিঠানির ও প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার।বেলা একটা নাগাদ পৌঁছন সিদ্ধার্থ পিঠানি।পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের সময় রিয়া নিজের মেজাজ হারিয়ে ফেলেন আর ড্রাগ নিয়ে প্রশ্ন করতে তাকে বেশ খানিকটা ঘাবড়াতেও দেখা যায়।

আরও পড়ুন--

অন্যদিকে জানা যাচ্ছে গৌরব নামক একজন ব্যবসায়ী,যার সাথে রিয়ার মাদক সংক্রান্ত চ্যাট কিছুদিন আগেই ফাঁস হয়, তিনি গোয়া থেকে সম্প্রতি ফেরেন মুম্বাইয়ের এক হোটেলে।তিনি সংবাদমাধ্যমকে জানান ২০১৭তে রিয়ার সাথে দেখা হয় এবং যার ফলে তিনি রিয়াকে চেনেন।সুশান্তকে তিনি চেনেন না।ইডির তরফ থেকে সোমবারই তাঁর ডাক পড়তে পারে বলে জানা যাচ্ছে।এ ছাড়াও সোমবার সিবিআই ডেকে পাঠাবেন সুশান্তের দিদি মিতু সিংকে।

আবার,ক্রমশ সন্দেহের তীর এগিয়ে যাচ্ছে সুশান্তের এক কাছের বন্ধু সন্দীপ সিংয়ের দিকে।জানা যায় গত দু'মাস আগে বিজেপি মুম্বইয়ের অফিসে কমপক্ষে ৫৩ বার ফোন করেছিলেন তিনি।যার কারণ এখনও অজ্ঞাত।মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আর্জি জানিয়েছেন,মোদির বায়োপিক নির্মাতা সন্দীপের বিজেপি যোগ আছে কিনা তা খতিয়ে দেখার জন্য।এক কংগ্রেস নেতার জানান,সন্দীপ দাবি করেন ২০১৭ সালে তাঁর ৬৬লক্ষ টাকা ও ২০১৯-এ ৪ লক্ষ টাকা লোকসান হয়েছে কিন্তু সন্দীপ সিংহই একমাত্র প্রযোজক, যিনি গত বছর ‘ভাইব্র্যান্ট গুজরাত’-এর প্রচারের জন্য ১৭৭ কোটি টাকার মউ সই করেছেন গুজরাট সরকারের সাথে।

আরও দেখুন--



Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #WhatsApp-BJP alliance release #Rahul Gandhi attacks #Modi government on Facebook again #Susant Singh Rajput

Post a Comment

Previous Post Next Post