অম্লিতা দাস : ওড়িশার বন্যায় প্রাণ হারাল প্রায় ১৭জন মানুষ।ভেঙ্গে পড়ছে একাধিক বাড়ি-ঘর।বন্যার কবলে পড়েছে প্রচুর মানুষ।গ্রাম,জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
পর পর চলছে নানান দুর্যোগ আর বিপর্যয়।করোনা আবহে বেশ কিছু রাজ্যই ভেসেছে বন্যায়।মহারাষ্ট্রের একাংশ, উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ,ওড়িশা বেশ কিছু জেলা ভাসছে বন্যায়।ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ওড়িশার বন্যার পরিস্থিতি।রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী সূত্রে খবর,ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৭জনের।ভেঙ্গে গেছে ১০,৩৮২টি বাড়ি।২০টি জেলার ৩,২৫৬টি গ্রামে প্রায় ১৪,৩২,৭০১ মানুষ বন্যার কবলে পড়েছেন।উদ্ধার কার্যে সচল হয়েছে ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা।উদ্ধারকারী দল উদ্ধার করেছে পানগাটা গ্রাম থেকে ২ জনকে এবং ঠাকুরপুর গ্রামের চারজনকে।উদ্ধারকারী দল তাঁদের হাসপাতালে পাঠাতেও পেরেছেন।বাঁকাশাহী থেকেও অন্তত ১০ জনকে উদ্ধার করে কাঠুরি ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে।
মহানদীর জলস্তর বেড়েছে কটকের মুণ্ডুলি ব্যারাজের কাছে হীরাকুঁদ বাঁধের কাছে ৪৬টি স্ল্যুইস গেট খুলে দেওয়ার জন্য।ভয়াবহ বন্যায় উদ্ধারকার্য চলছে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #WhatsApp-BJP alliance release #Rahul Gandhi attacks #Modi government on Facebook again