অম্লিতা দাস : গত ২৪ ঘন্টার মধ্যে দেশে করোনা আক্রান্ত হয়েছে ৭৮ হাজারেরও বেশি মানুষ।দেশে মোট আক্রান্তের গন্ডি ছাড়াল ৩৫ লক্ষ।গত এক সপ্তাহে মোট ৪ লাখ ৯৬ হাজার ৭০ জন করোনা সংক্রমিত হয়েছে।মৃত্যুর নিরিখে মেক্সিকোকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরিসংখ্যান অনুযায়ী,দেশে দৈনিক সংক্রমণের হার এবার সর্বাধিক।দেশে দৈনিক আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৭৬১ জন মানুষ।যা আগের দিনের থেকেও ২ হাজার ২৮৯ জন বেশি।যার ফলে দেশে মোট আক্রান্ত হয়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৩।
তবে ভারতে যেখানে দৈনিক আক্রান্ত সংখ্যা প্রায় ৮০হাজার হতে চলল,সেখানে অন্যদিকে দেখলে আমেরিকা ও ব্রাজিলের মত দেশে দৈনিক আক্রান্ত সংখ্যা প্রায় ৫০হাজার।আমেরিকার দৈনিক সংক্রমণ এখন ৪৬ হাজার ৭৩৯ জন এবং ব্রাজিলে ৪১ হাজার ৩৫০ জন। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় প্রথমে আমেরিকা ও তারপর ব্রাজিল।আমেরিকার মোট করোনা আক্রান্ত সংখ্যা ৫৯ লক্ষ ৬০ হাজার ৬৫২।ব্রাজিলে ৩৮ লক্ষ ৪৬ হাজার ১৫৩।এরপরেই রয়েছে ভারত।
অন্যদিকে ভারতে আক্রান্ত সংখ্যা বাড়লেও সুস্থতার হার বেড়েছে অর্থাৎ মৃত্যুহার কমেছে।গত ২৪ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছে ৯৪৮জন।এখনও পর্যন্ত ভারতে মোট মৃত্যুসংখ্যা ৬৩ হাজার ৪৯৮।আমেরিকা ও ব্রাজিলের থেকে যা অনেকটাই কম।এখন দেশের মৃত্যুর হার মৃত্যুর হার ১.৭৯ শতাংশ।
টেস্টের পরিমান বাড়ছে আর বাড়ছে আক্রান্তের সংখ্যা।আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি আনছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় ৬৪ হাজার ৯৩৫ জন করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন।আর মোট সুস্থ হয়েছেন ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৩ জন মানুষ।অর্থাৎ আক্রান্তের মধ্যে ৭৬ শতাংশই সুস্থ হতে পেরেছে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #Corona #Covid-19 #Kolkata